রাজ্যে SIR আতঙ্কে মৃত, আত্মঘাতীদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

SIR Death in West Bengal Mamata Banerjee announced Financial aid

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে SIR আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া চলাকালীন আতঙ্কের মুখে পড়ে বাংলায় যাঁদের প্রাণ গিয়েছে (SIR Death In West Bengal), এবার তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, মৃতদের পরিবারের পাশাপাশি SIR আতঙ্কে অসুস্থ ব্যক্তিরাও সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন।

কত টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার?

মঙ্গলবার SIR আতঙ্কে মৃত এবং আত্মঘাতীদের পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন, বাংলা জুড়ে SIR এর কারণে এখনও পর্যন্ত 39 জন সাধারণ মানুষ আত্মহত্যা সহ নানান কারণে মারা গিয়েছে। তাঁদের প্রত্যেকের পরিবারকে 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। শুধু তাই, SIR এর কারণে যাঁরা গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কিংবা কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন এমন 3 জন BLO সহ মোট 13 জনকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলাই বাহুল্য, SIR আতঙ্কে বিগত দিনগুলিতে রাজ্যে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের। যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে বিরোধীদের। বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, রাজ্যজুড়ে অসুস্থতাজনিত কারণে মৃতদের সাথে SIR এর প্রসঙ্গ জুড়ে দিচ্ছে তৃণমূল। তবে বিরোধীদের এমন দাবি উড়িয়ে দিয়েই নিজেদের বক্তব্যে অনড় থেকেছে ঘাসফুল শিবির। আর এসবের মাঝেই এবার রাজ্যজুড়ে SIR আবহ চলাকালীন মৃতদের পরিবারের জন্য অর্থ সাহায্য ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

অবশ্যই পড়ুন: এখনও স্পেনেই আটকে মোহনবাগানের নতুন হেড কোচ, কবে শহরে আসবেন লোবেরা?

প্রসঙ্গত, আজ পর্যন্ত SIR প্রক্রিয়া চলাকালীন কাজের চাপে বাংলায় 4 জন বুথ লেভেল অফিসারের মৃত্যুর খবর মিলেছে। তৃণমূলের অভিযোগ, SIR এর কাজ নিয়ে প্রচন্ড চাপ দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের মধ্যে দুজনের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলির কাছেও পৌঁছে যাবে সরকারি সাহায্য।

Leave a Comment