গ্রাহকদের বিরাট ঝটকা! বেসরকারিকরণের দিকে এগোচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক IDBI (IDBI Bank) এবার বেসরকারিকরণের পথে এগোচ্ছে। সরকারের তরফ থেকে আগেই ইঙ্গিত মিলেছিল। আর এবার সেই প্রক্রিয়া পৌঁছে গেলে এক্কেবারে চূড়ান্ত পর্যায়ে। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপ IDBI ব্যাঙ্কের শেয়ার কিনতে সবুজ সংকেত দিয়েছে। আর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

95 শতাংশ শেয়ার সরকারের হাতে

বলে রাখি, বর্তমানে কেন্দ্র সরকার এবং লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন মিলিয়ে IDBI ব্যাঙ্কের প্রায় 95 শতাংশ শেয়ার দখল করে রেখেছে। আর এই ডিল সম্পন্ন হলে এর একটি বড় অংশই বেসরকারি বিনিয়োগকারীদের হাতে চলে যাবে। এমনকি বেসরকারিকরণের আওতায় মোট 60.72 শতাংশ শেয়ার বিক্রি করার লক্ষ্য নিয়েছে সরকার।

কবে হবে শেয়ার বিক্রি?

বেশ কয়েকটি সূত্র বলছে, শেয়ার বিক্রির চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে আর্থিক বিডিং। এক রিপোর্ট বলছে, সরকার ইতিমধ্যেই 2 দফায় বৈঠক সেরে শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের অনুমোদন দিয়ে ফেলেছে। বলে রাখি, এই শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের হলো আইনি চুক্তি, যেখানে  বিক্রেতা এবং ক্রেতার মধ্যে চূড়ান্ত শর্তাবলি, মূল্য এবং দায়বদ্ধতা উল্লেখ করা থাকে।

আরও পড়ুনঃ শেষমেশ ‘গমচুরি’! বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ইউক্রেনের, চাইছে নিষেধাজ্ঞা

সরকারের মূল লক্ষ্য কী?

আসলে সরকার এই বেসরকারিকরণের মাধ্যমে 40 হাজার কোটি টাকা থেকে 50 হাজার কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। আর এই অর্থ সরকারি ঘাটতি মেটাতে এবং অন্যান্য পরিকাঠামগত উন্নয়নমূলক প্রকল্পে লাগানো হবে বলেই মনে করা হচ্ছে।

তবে এই খবর সামনে আসতেই IDBI ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়ে একধাক্কায় 95.44 টাকায় পৌঁছেছে। আর দিনের শেষে প্রায় 1 শতাংশ লাভে বাজার বন্ধ করে দিয়েছে IDBI। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়েছে। আর ভবিষ্যতের চাহিদা আরো বাড়তে পারে।

Leave a Comment