সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ এশিয়ার সন্ত্রাসের আগুনে ফের ঘি পড়ল পাকিস্তানের (Pakistan) উত্তর ওয়াজিরিস্তানে। হঠাৎ এক আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল পাকিস্তানি সেনার 16 জন জওয়ানের। শুধু তাই নয়, এই বিস্ফোরণের আঘাতে ভেঙ্গে পড়েছে আশেপাশের বাড়ির ছাদ। যার নীচে অন্তত বহু শিশু চাপা পড়ে আহত হয়েছে। আর এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান সংশ্লিষ্ট সংগঠন হাফিজ গুল বাহাদুর গোষ্ঠীর আত্মঘাতী ইউনিট।
কীভাবে ঘটল এই ঘটনা?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের সেনা কনভয়দের দিকে ছুটে আসছিল এক বিস্ফোরকভর্তি গাড়ি। আর ঠিক সেই মুহূর্তেই বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক জানিয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণে আমাদের 16 জন জওয়ান শহীদ হয়েছেন। আর সঙ্গে আহত হয়েছে বহু সাধারণ মানুষ।
এমনকি স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, বিস্ফোরণের পাশে থাকা দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। আর সেই ধ্বংসস্তূপের নীচে ছয়জন শিশু পরে গুরুতর আহত হয়েছে বলে খবর। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কজনক বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আগে ইউনিয়ন রুমে, তারপর রক্ষীর ঘরে! কসবা কলেজের নারকীয় ঘটনার বিবরণ দিলেন নির্যাতিতা
পাক-আফগান সীমান্তে নতুন করে অশান্তি
2021 সালে আফগানিস্তানের তালিবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত অঞ্চলগুলিতে জঙ্গি হামলা কার্যত বেড়েই চলেছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের তালিবান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলি বারবার পাকিস্তানে হামলা করছে। যদিও তালিবানরা সেই দাবি অস্বীকার করেছে।
এক রিপোর্ট বলছে, এ বছরের শুরু থেকে এখনো পর্যন্ত কেবল খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 290 জন। আর এদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করছে বেশ কিছু রিপোর্ট।