যোগ্যদের পুনর্বাহল, বকেয়া DA সহ পাঁচ দফার দাবি! ফের নবান্ন অভিযানের ডাক

সৌভিক মুখার্জী, কলকাতা: শহরের রাজপথে আবারও উত্তেজনা! 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্যানেল (SSC Case) বাতিলের পর চাকরিহারারা আর চুপচাপ বসে থাকতে রাজি নন। তাদের দাবি চাকরি এবং ন্যায্য বকেয়া, সবকিছু ফিরিয়ে দিতে হবে। তাই আগামী 28 জুলাই ফের নবান্ন অভিযানের ডাক দিল শিক্ষক সমাজের যৌথ মঞ্চ।

বলে রাখি, এপ্রিল মাসে একবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল তাদের পক্ষ থেকে। তবে সেবার প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিত রাখা হয়। কিন্তু তিন মাস কেটে গেলেও কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধু আশ্বাস দিলে চলবে না, লিখিত নির্দেশ না আসলে আমরা আবারো আন্দোলনের পথে নামবো। 

পাঁচ দফার দাবিতে সরব ঐক্য মঞ্চ

আজ সাংবাদিক সম্মেলনের আন্দোলনকারীরা জানিয়েছেন, এই আন্দোলন শুধুমাত্র চাকরির দাবিতে নয়, বরং দুর্নীতির বিরুদ্ধেও। তাদের মূল দাবি, এসএসসি 2016 সালের প্যানেল থেকে যোগ্য প্রার্থীদেরকে আবার পুনর্বাহল করতে হবে এবং সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে।

পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী কর্মীদেরকে স্থায়ী করতে হবে এবং যারা এখনো চাকরিহীন, তাদের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিযুক্ত করতে হবে। পাশাপাশি নারী নির্যাতন এবং কলেজে ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

ঐক্য মঞ্চের আহ্বায়ক আশিস খামরই বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাই। যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। এমনকি দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন, মেধাবী বেকার যুবক যুবতীদের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। আর সরকার দুর্নীতির জালে নিজেই আটকে পড়েছে। চাকরি দেওয়ার জন্য রাস্তায় বসিয়ে রাখছে। আইন যেন এখন গরিবদের শাস্তি দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ আর দাঁড়াতে হবে না লাইনে! মাত্র ৭ দিনে মিলবে e-Passport, এভাবে করুন আবেদন

চিন্তা বাড়ছে প্রশাসনের

তবে প্রশাসনের একাংশ মনে করছে যে, এই আন্দোলন যত দীর্ঘায়িত হবে, তত সরকারের উপরেই চাপ বাড়বে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই আদালতে তদন্ত চলছে। তবুও যোগ্য চাকরিপ্রার্থীরা আজও পথে পথে অপেক্ষা করছে। গতবার টেট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দেরি, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং আদালতের নির্দেশ না মানা সবকিছুতে একেবারে টালমাটাল অবস্থা। এখন দেখার, রাজ্য সরকার এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়।

Leave a Comment