সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বীমা ক্ষেত্রে এবার আসছে বিরাট বদল। যারা বিশেষ করে এলআইসির (Life Insurance Corporation) মতো বীমা সংস্থাগুলিতে বিনিয়োগ করে থাকেন, তাদের জন্যই আজকের প্রতিবেদনটি। পাশাপাশি এজেন্টদের জন্যও রয়েছে বড়সড় খবর। জানা গিয়েছে, ইন্স্যুরেন্স রেগুলেশন এন্ড ডেভলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি নতুন নিয়ম চালু করতে চলেছে, যার ফলে এলআইসি এজেন্ট থেকে শুরু করে সাধারণ গ্রাহকরা প্রভাবিত হবে। কিন্তু কী সেই নিয়ম? জানুন আজকের প্রতিবেদনে।
কী বদল আনছে LIC?
জানি রাখি, যে কোনও বীমা সংস্থা এজেন্টদের কমিশন বাবদ মোটা অঙ্কের টাকা খরচ করে থাকে। তবে এবার তা নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রেগুলেটর লাইফ এন্ড ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে। সেই কারণে এবার তারা বিভিন্ন বীমা সংস্থাকে খরচ বাবদ নির্দেশিকা দিয়েছে। আর সেই নির্দেশ মেনেই বীমা সংস্থাগুলোকে এবার খরচ করতে হবে। তবে সেই নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসল দেশের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি-র মতো বীমা সংস্থা।
জানা গিয়েছে, এই খরচ কমানোর উপায় খুঁজতে সম্প্রতি একটি নয় সদস্যের টিম গঠিত করা হয়েছে। আর সেই কমিটি ফ্লট লোডিং কমিশন কাঠামোর থেকে এসে ডিফল্ট কমিশন কাঠামতে যাওয়ার পরামর্শ দিয়েছে। বলে রাখি, বর্তমান নিয়ম অনুযায়ী ২০ বছরের টার্ম লাইফ পলিসিতে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া হয়ে থাকে। তবে প্রস্তাবিত নতুন কাঠামোতে সেই কমিশন কমিয়ে এবার ৮ শতাংশ করা হবে। আর এটি হবে মোট কমিশনের পাঁচ বছরের ভাগ। এমনকি এই ৮ শতাংশ কমিশন দেওয়া হবে শুধুমাত্র পলিসি রিনিউ হলেই। অন্য কোনও ক্ষেত্রে এই কমিশন পাওয়া যাবে না। আর আগামী ১৮ ডিসেম্বর কমিটি একটি ডিফল্ট কমিশন গঠনের প্রস্তাব দিতে চলেছে।
আরও পড়ুন: ৫ লক্ষ বিনিয়োগে সুদ থেকেই আয় হবে ২,২৪,৯৭৪ টাকা! দারুণ স্কিম পোস্ট অফিসের
তবে জানা যাচ্ছে, এই পরিবর্তনে সবথেকে বেশি প্রভাবিত হবে এজেন্টরা। কারণ, তাদের আয় এবার অনেকটাই কমে যাবে। পাশাপাশি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের প্রিমিয়াম কমারও সম্ভাবনা থেকে যাচ্ছে। মোদ্দা কথা, এই নতুন নিয়মের কারণে এলআইসি এজেন্টরাই সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে। এর পাশাপাশি সাধারণ গ্রাহকদের প্রিমিয়াম অনেকটাই কমতে পারে। ফলে উভয়ই প্রভাবিত হবে। এমনকি এই নিয়ম খুব তাড়াতাড়ি কার্যকর হবে।