শুক্রবারই সুপ্রিম কোর্টে DA মামলার রায়দান? মিলল আপডেট, ফিসফাস কর্মী মহলেও

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতা: সুপ্রিম কোর্টে বাংলার ডিএ (Dearness allowance) মামলার রায়দান কবে হবে? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় হা পিত্যেশ করে দিন গুনছেন সরকারি কর্মীরা। এদিকে DA মামলাকারী মলয় মুখোপাধ্যায় যা জানিয়েছেন তা খুবই আশ্চর্যের এবং হতাশাজনক। অন্যদিকে ১৯ ডিসেম্বর মামলার রায়দান হবে কিনা তা নিয়েও তৈরী হয়েছে ধোঁয়াশা। অনেকেই বলছেন, পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ্য ভাতার মামলার চূড়ান্ত রায়দানের বিষয়ে সুপ্রিম কোর্ট শীতঘুমে চলেছে গিয়েছে। এই বিষয়ে আরও আপডেট জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শুক্রবার হবে DA মামলার শুনানি?

সর্বশেষ রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের জন্য কোনও কারণ তালিকা এখনও প্রকাশিত হয়নি। ফলস্বরূপ, ডিএ মামলার রায় আগামীকাল, ১৯ ডিসেম্বর ঘোষণা করা হবে, তা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েই গেছে। বিভিন্ন কর্মচারী মহলে জোর ফিসফাস শুরু হয়ে গিয়েছে। তবুও আদালত থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও নেই কোনও আপডেট। ফলে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে শীতকালীন ছুটি

এদিকে আজ, কালের মধ্যে যদি ডিএ মামলার রায়দান না হয় তাহলে ২০২৫ সালে আর হবে না শুনানি। পরবর্তী শুনানি ২০২৬ সাল অবধি গড়াতে পারে। কারণ সুপ্রিম কোর্টে দীর্ঘ শীতকালীন ছুটি শুরু হতে চলেছে। জানা গিয়েছে, ২০ এবং ২১ ডিসেম্বর শনিবার ও রবিবার আদালত বন্ধ থাকবে। এছাড়াও ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি অবধি শীর্ষ আদালতে শীতকালীন ছুটি থাকবে, ৩ ও ৪ জানুয়ারি আবার শনিবার ও রবিবার পড়ার ফলে কোর্টে বন্ধ থাকবে। এরপর সেই ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় চালু হচ্ছে।

আরও পড়ুনঃ এবার ট্রেনে নেওয়া যাবে মাত্র এত লাগেজ, বেশি নিলেই জরিমানা! নিয়ম বেঁধে দিচ্ছে রেল

আইন বিশেষজ্ঞের মতে, যদি এই সপ্তাহের মধ্যে রায় প্রদান না করা হয়, তাহলে মাননীয় বিচারকরা শীতকালীন ছুটির সময় রায় লেখার কাজ সম্পন্ন করতে পারেন। সেই পরিস্থিতিতে, ২০২৬ সালের জানুয়ারি মাসে আদালত পুনরায় খোলার পর যেকোনো দিন রায় ঘোষণা করা হতে পারে। মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ডিএ মামলার রায়দান কবে হবে তা ভগবান জানেন।

1 thought on “শুক্রবারই সুপ্রিম কোর্টে DA মামলার রায়দান? মিলল আপডেট, ফিসফাস কর্মী মহলেও”

  1. Heard some buzz about 52bet9. Gave their site a look and it’s pretty straightforward. Nothing fancy, but it gets the job done. Anyone else tried it out? Let me know what you think! Link here: 52bet9

    Reply

Leave a Comment