মোহনবাগানের সাফল্যের মাঝে ISL-এ লজ্জার রেকর্ড ইস্টবেঙ্গলের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ইস্টবেঙ্গলের সাফল্য যে খুব একটা আহামরি তেমনটা একেবারেই নয়। 2020-21 মরসুমে ISL যাত্রা শুরুর পর থেকেই বলা চলে বারংবার নিজেদের পুরনো ভুলগুলি ঠিক করতে করতেই বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেলেছে লাল হলুদ।

তবে সবচেয়ে দুঃখের বিষয়, ইন্ডিয়ান সুপার লিগে কাপ জয় তো দূর, প্রতিবেশী মোহনবাগানের পরপর দুবারের ISL শিল্ড ও 2024-25 মরসুমে কাপ জয়ের মাঝে এখনও পর্যন্ত একবারও প্লে অফেই জায়গা করতে পারেনি ইমামির মালিকানাধীন দলটি। আর সেই সূত্র ধরেই, অন্যান্যদের সাফল্যের আবহে ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL-এ লজ্জার রেকর্ড গড়ল কলকাতার এই ঐতিহ্যবাহী দল।

2024-25 মরসুমে হতশ্রী পারফরমেন্স

ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাতের হাত ধরেই যাত্রা শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে প্রথমের পথ চলাটা একেবারেই স্বস্তিদায়ক হয়নি। যার জেরে ক্লাবের সাথে মনোমালিন্য নিয়ে শেষ পর্যন্ত কোচের পথ থেকে বাদ পড়েন কুয়াদ্রাত। কাজেই পুরনো কোচের জায়গা খালি হতেই শূন্যস্থান ভরাট করতে একেবারে উঠে পড়ে লাগে লাল হলুদ ম্যানেজমেন্ট।

খোঁজ খোঁজ খোঁজ.. শেষমেষ আরেক স্প্যানিশ কোচ অর্থাৎ অস্কার ব্রুজোর কাঁধে দলের যাবতীয় দায়িত্ব ছেড়ে দেয় ইস্টবেঙ্গল ক্লাব। যদিও পরবর্তীতে, সেই অস্কারের হাত ধরেই ইন্ডিয়ান সুপার লিগে জয়ের মুখ দেখেছিল ধারাবাহিকভাবে ব্যর্থ দল ইস্টবেঙ্গল। তবে লিগের মাঝপথে দলের ছেলেদের একাধিক চোট সমস্যা নিয়ে এক প্রকার মুখ থুবড়ে পড়ে মশাল ব্রিগেড।

কিন্তু তা সত্ত্বেও সমস্যার সাথে লড়াই করে একপ্রকার ভাঙা দল নিয়েই প্রতিপক্ষকে পরাস্ত করেছিলেন কোচ অস্কার। আর ঠিক সেই জয়ের পরই ইস্টবেঙ্গলের প্লে অফে ওঠার আশাটা যেন একেবারে লাফিয়ে বেড়েছিল। তবে শেষ পর্যন্ত লাভের লাভ হয়নি। একাধিক সমস্যা, দুর্বল রক্ষণভাগ সহ নানান কারণে ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে সেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই যাত্রা শেষ করে ইস্টবেঙ্গল।

বলা বাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগের সর্বশেষ সিজেনে দলের ছেলেদের হতশ্রী ও ছন্নছাড়া পারফরমেন্সের কারণে ব্যর্থতার পাশাপাশি AFC চ্যালেঞ্জ লিগ, কলিঙ্গ সুপার কাপ সহ প্রায় সব আসরেই ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। তবে সবচেয়ে নজরে এসেছে ইন্ডিয়ান সুপার লিগের ধারাবাহিক ব্যর্থতা। আর সেই সূত্র ধরেই এবার গোটা ISL ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল কলকাতার এই বটবৃক্ষ।

অবশ্যই পড়ুন: বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ হওয়ায় ধাক্কা খাবে ভারত! কতটা ক্ষতি হবে?

ইন্ডিয়ান সুপার লিগে লজ্জার রেকর্ড ইস্টবেঙ্গলের

2020-21 মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের আসরে পা রাখা ইস্টবেঙ্গল, স্বপ্ন দেখেছিল ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগে কিছু করে দেখানোর। তবে আজ পর্যন্ত সেই স্বপ্ন স্বপ্নতেই বর্তমান। বিগত সিজনগুলিতে মূলত খারাপ পারফরমেন্সের কারণে পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকেই বেশিরভাগ ক্ষেত্রে যাত্রা শেষ হয়েছে লাল হলুদের। আর সেই সূত্র ধরেই প্রতিবেশী মোহনবাগানের একের পর এক সাফল্যের মাঝে ফিকে হয়ে এসেছে লাল হলুদ রঙ।

পরিসংখ্যান বলছে, ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত মোট 106টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। যার মধ্যে চড়াই উতরাই পেরিয়ে মাত্র 24 ম্যাচে জয় নিশ্চিত করতে পেরেছিস লাল হলুদ, হারতে হয়েছে 55 আসরেই। অন্যদিকে ড্র হয়েছে বাকি 27 ম্যাচ। আর এই পরিসংখ্যান নিয়েই ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে লজ্জার রেকর্ড করল ইস্টবেঙ্গল! কেননা, ISL-এ ইস্টবেঙ্গলের জয়ের হার মাত্র 22.64 শতাংশ। বহু ভক্তের দাবি, আগামী দিনে নিজেদের শুধরে নিতে না পারলে পরাজয়ের হার আরও বাড়বে।।

Leave a Comment