বিক্রম ব্যানার্জী, কলকাতা: তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিতে চলেছে 2025। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই নতুন বছরকে বরণ করে নেবেন সকলে। 2026 শুরু হওয়ার সাথে সাথেই নিজেদের প্রয়োজনীয় কাজ মেটাতে লেগে পড়বেন দেশবাসী। যার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ। তবে নতুন বছর শুরু হওয়ার আগেই দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holiday) দিয়ে দিয়েছে RBI। সেই তালিকা অনুযায়ী, আসন্ন জানুয়ারিতে মোট 16 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও চারটি রবিবার মিলিয়ে 6 দিনের ছুটি এবং 10টি জাতীয় এবং রাজ্য স্তরের ছুটি রয়েছে।
জানুয়ারিতে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
2026 শুরু হতেই বিভিন্ন অনুষ্ঠানে মাতবেন দেশবাসী। স্বামী বিবেকানন্দ জয়ন্তী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস সহ রাজ্য স্তরের একাধিক আচার অনুষ্ঠানের কারণে বন্ধ থাকবে বিভিন্ন ব্যাঙ্ক। জানুয়ারি মাসে ঠিক কোন কোন দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে নিচের তালিকা থেকে দেখে নিন একনজরে…
1 জানুয়ারি, 2026 (বৃহস্পতিবার)- নিউ ইয়ার বা নতুন বছরের প্রথম দিন উপলক্ষ্যে কলকাতা, চেন্নাই, গ্যাংটক, ইটানগর, শিলং এ একাধিক ব্যাঙ্ক বন্ধ থাকবে।
2 জানুয়ারি, 2026 (শুক্রবার)-নববর্ষ বা নিউ ইয়ার উপলক্ষে আইজল, কোচি এবং তিরুবন্তপুরমের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
3 জানুয়ারি, 2026 (শনিবার)- হযরত আলির জন্ম দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
4 জানুয়ারি, 2026 (রবিবার)- অন্যান্য সময়ের মতো রবিবার অর্থাৎ ছুটির দিনে গোটা দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
10 জানুয়ারি, 2026 (শনিবার)- মাসের দ্বিতীয় শনিবার বা সেকেন্ড স্যাটারডে উপলক্ষ্যে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
11 জানুয়ারি, 2026 (রবিবার)- 11 জানুয়ারি রবিবার হওয়ার কারণে গোটা দেশে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
অবশ্যই পড়ুন: পারেনি বিশ্বের কেউই, ১ ওভারে ৫ উইকেট তুলে আন্তর্জাতিক T20-তে ইতিহাস বোলারের
12 জানুয়ারি, 2026 (সোমবার)- স্বামী বিবেকানন্দর জন্ম দিবস উপলক্ষ্যে 12 জানুয়ারি কলকাতা সহ পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে বেশকিছু ব্যাঙ্ক বন্ধ থাকবে।
14 জানুয়ারি, 2026 (বুধবার)- 14 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষ্যে আহমেদাবাদ, ভুবেনশ্বর, ইটানগর এবং গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
15 জানুয়ারি, 2026 (বৃহস্পতিবার)- 2026 সালের 15 জানুয়ারি এক আঞ্চলিক উৎসব ও মাঘ সংক্রান্তি উপলক্ষ্যে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, গ্যাংটক এবং বিজয়ওয়াড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
16 জানুয়ারি, 2026 (শুক্রবার)- কিংবদন্তি তামিল কবি তিরুভাল্লুভারের জন্মদিন উপলক্ষ্যে চেন্নাইয়ের একাধিক ব্যাঙ্ক বন্ধ থাকবে।
17 জানুয়ারি, 2026 (শনিবার)- চেন্নাইয়ের আঞ্চলিক উৎসব উঝায় তিরুনাল উপলক্ষ্যে একাধিক ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অবশ্যই পড়ুন: “হিন্দু বলেই বাদ পড়লাম!” বালিগঞ্জ আসন হারাতেই ক্ষোভ উগরে দিলেন নিশা চট্টোপাধ্যায়
18 জানুয়ারি, 2026 (রবিবার)- গোটা দেশজুড়ে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
23 জানুয়ারি, 2026 (শুক্রবার)- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন/সরস্বতী পুজো/বীর সুরেন্দ্রাই জয়ন্তী/বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে ভোরেশ্বর এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
24 জানুয়ারি, 2026 (শনিবার)- মাসের চতুর্থ শনিবার হিসেবে গোটা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 জানুয়ারি, 2026 (রবিবার)- দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
26 জানুয়ারি, 2026 (সোমবার)- প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আগরতলা, আহমেদাবাদ, আইজাওল, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইমফল, ইথাগর, জয়পুর, জম্মু, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা ও তিরুবন্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে।