দুদিনেরও কম সময়ে ১৮% রিটার্ন, শেয়ার বাজারে ঝড় তুলল ৬০ পয়সার এই স্টক!

This Multibagger Stock gave 18 percent return in less than 2 days

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার এমনই এক অনিশ্চয়তার বাজার যেখানে টাকা ডুবতে পারে ভেবেই বিনিয়োগ করে থাকেন ইনভেস্টররা। আসলে, বছরের ঠিক কোন সময় শেয়ার মার্কেটের কোন স্টক কত রিটার্ন দেবে তা বলাটা একপ্রকার অসম্ভব। তবে সেই অসম্ভবের গন্ডি পেরিয়েও বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়ে থাকে বেশ কিছু স্টক। যাদের পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। আজকের প্রতিবেদন রইল এমন এক পেনি স্টকের তথ্য যা মাত্র দুদিনেরও কম সময়ে বিনিয়োগকারীদের 18 শতাংশ রিটার্ন দিয়েছে।

এই স্টক শেয়ার মার্কেটে ঝড় তুলেছে!

স্টক মার্কেটের ব্যাপক টানাপোড়নের মধ্যে দিয়েও Teamo Productions HQ Ltd এর স্টকগুলি বড় লাফ দিয়েছে। না বললেই নয়, শেষবারের মতো, গত 22 ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এই সংস্থার একটি স্টকের দাম ছিল 61 থেকে 62 পয়সার কাছাকাছি। তবে 23 ডিসেম্বর পড়তেই সেই স্টকের দাম গিয়ে দাঁড়ায় 70 পয়সায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, Teamo Productions HQ Ltd এর একটি স্টকের দাম দাঁড়িয়েছে 72 পয়সায়।

এর অর্থ, দুদিনেরও কম সময় এই স্টক বিনিয়োগকারীদের 18.30 শতাংশ রিটার্ন দিয়েছে। সবচেয়ে মজার বিষয়, আজ শেয়ার মার্কেট খোলার সাথে সাথেই এই স্টকের দাম 15 শতাংশ পর্যন্ত বেড়ে 66 পয়সা হয়েছিল। পরবর্তীতে ট্রেডিং সেশনের সময় এই স্টকের দাম গিয়ে দাঁড়ায় 72 পয়সায়। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, দুদিনের মধ্যে এই স্টকে 73 লাখেরও বেশি লেনদেন হয়েছে।

অবশ্যই পড়ুন: ট্রেনের শৌচাগারের পাশে বসে জাতীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন কুস্তিগিররা! ভিডিও ভাইরাল

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর রিপোর্ট অনুযায়ী, ভারতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক ইঞ্জিনিয়ারিং পরিষেবা ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা Teamo Productions HQ Ltd এর স্টকগুলি বিগত 6 মাসে 8 শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। তবে গত 5 বছরে এই স্টক বিনিয়োগকারীদের 183 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে এইসব রেকর্ড ছাপিয়ে গিয়েছে মাত্র দুদিনেরও কম সময়ের মধ্যে পাওয়া 18 শতাংশ রিটার্ন। অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম, এই স্টকটিতে আস্থা রেখেছে। অনেকেই বলছেন, বছরের একেবারে শেষ সময়ে এই স্টকে বিনিয়োগ করাটা সবচেয়ে ভাল বিকল্প হবে। আগামী দিনে এই স্টকের দাম আরও অনেকটাই বাড়তে পারে বলেই মনে করছেন কেউ কেউ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment