পৌষমেলায় হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি ও স্টপেজ

Howrah Railway Division

সৌভিক মুখার্জী, বোলপুর: পৌষমেলায় সকলেরই গন্তব্য এখন শান্তিনিকেতন। তাই যাত্রীদের কথা মাথায় রেখে এবার বিশেষ ট্রেনের বন্দোবস্ত করলে পূর্ব রেলের হাওড়া ডিভিশন (Howrah Railway Division)। জানা গিয়েছে, এই ট্রেনটি বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ, পৌষমেলার দিনগুলিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্যই এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে। কিন্তু ওই ট্রেনের সময়সূচি কী রয়েছে আর কোন কোন স্টেশনে থামবে?

পৌষমেলা উপলক্ষে বিশেষ ট্রেন

সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম অজয় পাল সিং জানিয়েছেন, বৃহস্পতিবার ট্রেনটি হাওড়া থেকে সকাল ৭:১৫ মিনিটে ছাড়বে আর সকাল ৯:৫৫ মিনিটে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে স্পেশাল ট্রেনটি বোলপুর থেকে সকাল ১১:৫০ মিনিটে ছেড়ে দুপুর ২:৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। মেলার দিনগুলোতে মূলত বাড়তি যাত্রীদের চাপ আটকানোর জন্যই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।

আরও পড়ুন: ‘মহানায়কের পর কেউ থাকলে সেটা তিনি!’ মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি

পূর্ব রেল সূত্রে খবর, এই ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে স্টপেজ দেবে ব্যান্ডেল, বর্ধমান এবং গুসকরাতে। তারপর সরাসরি বোলপুরে গিয়ে থামবে। ১১ কোচের এই ট্রেনটিতে ৯টি জেনারেল কামরা এবং ২টি সংরক্ষিত কামরা থাকবে। প্রতিবছরই পৌষমেলায় বহু মানুষ শান্তিনিকেতনে ভিড় জমায়। তবে মেলার প্রথম দিন থেকে কোনও রকম বিশেষ ট্রেন ছিল না। এই বিশেষ ট্রেন চালু করাতে খুশিতে আত্মহারা সাধারণ মানুষ। এতে পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ীদেরও প্রচুর উপকার হবে। হ্যাঁ, রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে পৌষমেলায় আগত দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা।

Leave a Comment