জুহিদের কাছে থেকে KKR-র অতিরিক্ত শেয়ারও কিনে নিচ্ছেন শাহরুখ খান!

Shah Rukh Khan to buy Kolkata Knight Riders more shares from Mehta group

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল KKR (Kolkata Knight Riders) এ নিজের শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দিতে চলেছেন জুহি চাওলার স্বামী জয় মেহতা। সে কারণেই IPL 2026 সিজনের আগেই নতুন মালিক খুঁজছেন ভারতীয় শিল্পপতি। শোনা গিয়েছিল, কোনও ভারতীয় সংস্থা হয়তো KKR এর আংশিক মালিকানা পাবে। তবে এবার সেই জল্পনায় জল ঢেলে নিজেই KKR এর অতিরিক্ত শেয়ার কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, নিজের কাছেই কলকাতা নাইট রাইডার্স দলের বেশিরভাগ মালিকানা রাখতে চাইছেন কিং খান।

KKR এ নিজের প্রতিপত্তি বাড়াচ্ছেন শাহরুখ

কমবেশি প্রায় সকলেই জানেন, কলকাতা নাইট রাইডার্স দলের 55 শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে শাহরুখ খানের রেড চিলিজের হাতে। এছাড়া বাকি 45 শতাংশের মালিক জুহি চাওলা-জয় মেহতার মেহতা গ্রুপ। এবার সেই ভারতীয় শিল্পাপতি জয় ঠিক করেছেন, কলকাতা নাইট রাইডার্স দলে ধরে রাখা শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দেবেন।

অবশ্যই পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে সর্বোচ্চ পুরস্কার পেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী

জানা গিয়েছে, KKR এ নিজেদের শেয়ারের একটা বড় অংশ বিক্রি করার জন্য নমুরা ইনভেসমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে জয় মেহতার মেহতা গ্রুপ। তবে দলের মালিকানা তৃতীয় পক্ষের কাছে যাক তেমনটা চাইছেন না শাহরুখ খান। KKR ঘনিষ্ঠ সূত্রে খবর, মেহতা গ্রুপের অধীনে থাকা শেয়ারের বিক্রি হতে যাওয়া অংশটুকু নিজেই কিনে নিতে চাইছেন কিং খান। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, খুব শীঘ্রই KKR এ ক্ষমতা বৃদ্ধি হবে শাহরুখের।

অবশ্যই পড়ুন: ১২৫ বছরের পুরনো ব্রিজের বিদায়, ৪৮১ কোটি ব্যয়ে কোলাঘাটে নতুন সেতু তৈরি করবে রেল

বলা বাহুল্য, 45 শতাংশ শেয়ারের বড় অংশ বিক্রি করে দিলেও কলকাতা নাইট রাইডার্স দলের আংশিক মালিকানা থাকছে মেহতা গ্রুপের হাতে। কাজেই জুহি চাওলাদের হাত থেকে কলকাতার মালিকানা সরে যাচ্ছে এমনটা ভাবলে ভুল হবে। তবে এ কথা ঠিক, তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগটাই নিজের হাতে রাখছেন SRK।

Leave a Comment