২০০০ যাত্রীবোঝাই ট্রেনে অগ্নিকাণ্ড! জীবন্তদগ্ধ এক যাত্রী, অন্ধপ্রদেশে বড়সড় রেল দুর্ঘটনা

Andhra Pradesh Train Fire

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও ভারতীয় রেলে বড়সড় দুর্ঘটনা। রবিবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশে চলন্ত টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড (Andhra Pradesh Train Fire)। মুহূর্তের মধ্যেই ট্রেনের দুটি এসি কামরাকে আগুন গ্রাস করে নেয়। ওই দুই কোচ মিলিয়ে মোট ১৫৮ জন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে, ঘটনায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। কীভাবে এই আগুন লাগল তা জানার জন্য শুরু হয়েছে তদন্ত।

কোথায় এবং কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লি এলাকায়, বিশাখাপত্তনাম থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। রবিবার রাত প্রায় ১২:৪৫ মিনিট নাগাদ এই আগুন লাগার খবর যায় প্রশাসনের কানে। জানা যাচ্ছে, আগুন লাগে প্যান্ট্রি কার সংলগ্ন বি-১ এবং এম-২ এসি কোচে। বি-১ কোচে মোট ৮২ জন যাত্রী ছিল, আর এম-২ কোচে ছিল ৭৬ জন যাত্রী।

আরও পড়ুন: আজিমগঞ্জ থেকে দীঘা অবধি চলুক বন্দে ভারত, রেলের কাছে গেল প্রস্তাব

তবে চলন্ত ট্রেনে আগুনের লেলিহান শিখা লক্ষ্য করেন প্রথমে লোকো পাইলটরা। পরিস্থিতি বুঝে ট্রেনটিকে থামিয়ে দেন তারা এবং আগুন ছড়িয়ে পড়ার আগে আতঙ্কিত হয়ে যাত্রীদেরকে দ্রুত কামরা থেকে নামিয়ে আনা হয়। এদিকে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ততক্ষণে দুই কোচ সম্পূর্ণ পুড়ে যায়। যাত্রীদের প্রাণ বাঁচলেও তাঁদের ব্যক্তিগত সমস্ত জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায় বলেই রিপোর্ট অনুযায়ী খবর।

আরও পড়ুন: ডলারের উপর নির্ভরতার দিন শেষ, প্রচুর পরিমাণ সোনা কিনছে ব্রিকস! বদলে যাবে অর্থনীতি?

তবে এই আগুন নিয়ন্ত্রণে আসার পর বি-১ কোচ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম চন্দ্রশেখর সুন্দর। বয়স মোটামুটি ৭০। তিনি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। রেল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে তিনি কামরা থেকে বেরোতে পারেননি। রেলের তরফ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আপাতত একজনই, এবং বাকি যাত্রীরা সকলেই নিরাপদ। ট্রেনটিতে মোটামুটি ২০০০ জন যাত্রী ছিল। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Leave a Comment