Ola, Uber-র থেকে ভাড়া কম, চালু হল Bharat Taxi পরিষেবা! কীভাবে ক্যাব বুক করবেন?

Bharat Taxi Cab Booking

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই ভারতের পরিবহন ক্ষেত্রে বিরাট পরিবর্তন। Ola ও Uber এর একচেটিয়া দাপট কমানোর জন্য বাজারে আসলো Bharat Taxi অ্যাপ। কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হওয়া এই দেশীয় ট্যাক্সি পরিষেবা ইতিমধ্যে যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। আর ধাপে ধাপে দেশের সমস্ত শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এই ভালো ট্যাক্সি অ্যাপ উপলব্ধ। চলুন জেনে নেওয়া যাক, এই অ্যাপে কী কী সুবিধা মেলে আর কীভাবে গাড়ি বুকিং (Bharat Taxi Cab Booking) করবেন এই অ্যাপের মাধ্যমে।

১ লক্ষের বেশি ডাউনলোড

Bharat Taxi অ্যাপ ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে ১ লক্ষের বেশি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে এবং ব্যবহারকারীর রেটিং ৪.৮ স্টার। এদিকে অ্যাপেল অ্যাপ স্টোরে রেটিং ৪.৯ স্টার। এই পরিষেবা প্রথমে ২০২৫ সালের ২ ডিসেম্বর দিল্লিতে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছিল। আর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে ৫৫০০ এর বেশি রাইড হচ্ছে এই অ্যাপের মাধ্যমে, যার মধ্যে ৪০০০টি রাইড বিমানবন্দর থেকে এবং ১৫০০টি শহরের অন্যান্য এলাকা থেকে। এখনও পর্যন্ত ১.৪ লক্ষের বেশি চালক এই অ্যাপে নিজেদের রেজিস্টার করেছে।

আরও পড়ুন: ভরা পৌষে বাড়বে দক্ষিণবঙ্গে তাপমাত্রা, কোথায় কোথায় হবে বৃষ্টি? আজকের আবহাওয়া

এদিকে ভারত ট্যাক্সির মূল লক্ষ্য হল যাত্রী এবং চালক দুই পক্ষকে সুবিধা দেওয়া। Ola ও Uber এর মতো অ্যাপগুলি যেভাবে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেয়, Bharat Taxi অ্যাপে সেরকম কোনও সমস্যা নেই। এমনকি ডায়নামিক প্রাইসিং নেই, নির্দিষ্ট এবং যুক্তিসঙ্গত ভাড়ার সুবিধা পাবে গ্রাহকরা। আর চালুকরাও বেশি পরিমাণে আয় করতে পারবে। ফলে সাধারণ মানুষ অতিরিক্ত ভাড়ার চাপে পড়বে না।

মেট্রোর টিকিটও বুক করা যাবে Bharat Taxi অ্যাপ দিয়ে

এদিকে Bharat Taxi অ্যাপের সবথেকে বড় সুবিধা হল- এটি শুধুমাত্র ক্যাব পরিষেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই অ্যাপে ক্যাব থেকে শুরু করে অটো, বাইক রাইড, মেট্রো টিকিটের সুবিধা পাওয়া যাবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর জন্য দিল্লি পুলিশের সঙ্গে বিশেষ টাই-আপ যুক্ত করা হয়েছে। এমনকি অন্যান্য বেসরকারি অ্যাপের মতো এখানে পিক আওয়ার বা রাতের বেলায় হঠাৎ করে ভাড়া বাড়ানোর কোনও আশঙ্কা নেই। পাশাপাশি লাইভ লোকেশন ট্রাকিং, চালকের সম্পূর্ণ ভেরিফিকেশন, পরিবারের সঙ্গে রাইড ডিটেলস শেয়ার করার সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: সিজন টিকিট কাটা বন্ধ হল UTS-এ, নতুন RailOne অ্যাপ দিয়ে কীভাবে কাটবেন দেখুন

Bharat Taxi অ্যাপে কীভাবে ক্যাব বুক করবেন?

Bharat Taxi অ্যাপে ক্যাব বুক করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর এবং আইফোন ব্যবহারকারীদের অ্যাপেল অ্যাপ স্টোর থেকে Bharat Taxi অ্যাপটিকে ডাউনলোড করতে হবে।
  • তারপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
  • তারপর নিজের নাম, ইমেইল আইডি ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
  • এরপর অ্যাপের হোমপেজে যেতে হবে।
  • তারপর “Where would you like to go” অপশনটিতে গিয়ে গন্তব্য সিলেক্ট করতে হবে।
  • এরপর লোকেশন অ্যাক্সেস দিতে হবে।
  • তারপর বাইক অথবা ক্যাব যেটা প্রয়োজন সেটি বেছে নিতে হবে।
  • তারপর বুকিং কনফার্মেশন করতে হবে।

Leave a Comment