এই ১ শর্তে ভারতীয় দলে ফেরানো হতে পারে শ্রেয়স আইয়ারকে

Shreyas Iyer May Comeback to India team with one condition

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ চোট যন্ত্রণা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চলতি বিজয় হাজারে টুর্নামেন্টে খেলার জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় তারকা। সব ঠিক থাকলে আগামী 6 জানুয়ারি, হিমাচল প্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সি গায়ে মাঠে নেমে পড়বেন তিনি। এই ম্যাচ আইয়ারের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে প্রশ্ন থেকে যায়, চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও কবে ভারতীয় দলে ফিরবেন তিনি? শোনা যাচ্ছে, একটি মাত্র শর্তে টিম ইন্ডিয়ায় ফেরানো হতে পারে আইয়ারকে।

এক শর্তেই ভারতীয় দলে ফিরবেন শ্রেয়স আইয়ার

ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বিজয় হাজারের প্রথম ম্যাচের পরই ভারতীয় তারকা আইয়ারকে দলে ফেরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচন কমিটি। তবে তার আগে বিশেষ শর্ত রয়েছে। জানা গিয়েছিল, BCCI এর সেন্টার অফ এক্সিলেন্সে দুটি ম্যাচ সিমুলেশন সেশন পাস করতে হবে আইয়ারকে। এরমধ্যে প্রথম 50 ওভারের রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশন সম্পন্ন হয়েছে গতকাল অর্থাৎ 2 জানুয়ারি। কাজেই বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচটি আইয়ারের কাছে দ্বিতীয় রিটার্ন টু প্লে ম্যাচ।

অবশ্যই পড়ুন: সন্দেশখালিতে পুলিশের উপর হামলায় অভিযুক্ত এই মুসা মোল্লা কে? চিনুন

সূত্রের খবর, এই গোটা প্রক্রিয়াটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ধারিত ক্লিয়ারেন্স প্রটোকলের অংশ। এক কথায়, দ্বিতীয় রিটার্ন টু প্লে ম্যাচে আইয়ার যদি নিজেকে ফিট প্রমাণ করতে পারেন তবে তাঁকে ভারতীয় দলে ফেরার জন্য সম্পূর্ণ যোগ্য হিসেবে ধরে নেওয়া হবে এবং সাদা বলের ক্রিকেটের জন্য নির্বাচকদের বিবেচনায় চলে আসবেন খেলোয়াড়। তবে তার আগে, নিউজিল্যান্ড সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করবে ভারত। সেই দলে আইয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা খুবই কম।

সব মিলিয়ে বলাই যায়, আইয়ারকে পুরোপুরি ফিট না করিয়ে ভারতীয় দলে ফেরাবেন না নির্বাচকরা। কাজেই এখন সবটাই নির্ভর করছে বোর্ডের মেডিকেল টিমের সবুজ সংকেতের উপর। তবে আদর্শ পরিস্থিতিতে ভারতীয় দলের নির্বাচকরা 6 জানুয়ারির ম্যাচে খেলোয়াড়ের প্রতিটি গতিবিধি এবং পারফরমেন্সের উপর কড়া নজর রাখবেন। সেক্ষেত্রে এদিন যদি আইয়ারকে পুরোপুরি ফিট দেখায় সেক্ষেত্রে ভারতীয় দলে ফিরতে বেশি সময় লাগবে না তাঁর।

অবশ্যই পড়ুন: গঙ্গাসাগর মেলায় শিয়ালদা থেকে ৩৩ জোড়া ট্রেন, বড় উপহার দিল পূর্ব রেল

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ইতিমধ্যেই সেন্টার অফ এক্সিলেন্সে ব্যাটিং ও ফিল্ডিং মিলিয়ে চারটি স্কিল সেশন পাস করেছেন আইয়ার। প্রথম ম্যাচ সিমুলেশন ছিল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার শেষ ধাপ। সেই মতোই, সব ক্ষেত্রে ঠিকভাবে উত্তীর্ণ হতে পারায় বিজয় হাজারেতে ফিরলেন আইয়ার। এখন দেখার ভারতীয় দলে ফিরতে ঠিক কত সময় লাগে।

Leave a Comment