সৌভিক মুখার্জী, কলকাতা: প্রযুক্তির দুনিয়ায় যেখানে সবকিছু অ্যালগরিদমের মাধ্যমেই চলে, ঠিক সেখানে এক ডেলিভারি বয়ের সিদ্ধান্তে হাতেনাতে প্রমাণ মিলল যে শুধুমাত্র যন্ত্রের মাধ্যনে নয়, বরং মানুষই মানুষকে বাঁচাতে পারে। হ্যাঁ, তামিলনাড়ু থেকে সামনে আসা আজ এমন এক ঘটনা তুলে ধরব যা শুনলে অবাক হবেন আপনিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডেলিভারি বয়ের (Tamil Nadu Delivery Boy) সচেতনতামূলক একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ধন্য ধন্য করছেন নেট নাগরিকরা। কী করেছিল ওই ডেলিভারি বয়?
গভীর রাতে সন্দেহজনক অর্ডার
আসলে এই ঘটনাটি ঘটে গভীর রাতে। ব্লিঙ্কিটের এক ডেলিভারি পার্টনারের কাছে হঠাৎ করে একটি অর্ডার আসে। আর অর্ডারটি ছিল ইঁদুর মারার বিষের তিনটি প্যাকেট। অর্ডারটি দেখে প্রথমে বিশেষ কিছু সন্দেহ হয়নি তাঁর। তাই নিয়ম মেনেই সে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছয়। তবে দরজা খোলার পর দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। ডেলিভারি নিতে আসা ওই মহিলাকে দেখে ওই ডেলিভারি বয়ের মনে সন্দেহ দানা বাঁধে। আসলে ওই মহিলা তখন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন এবং লাগাতার কাঁদছিলেন। এমনকি তাঁর আচরণও সম্পূর্ণ অস্বাভাবিক ছিল। যদিও ওই মহিলা কোনও রকম ভুল উদ্দেশ্যের কথা স্বীকার করেননি। তবুও ডেলিভারি বয় তা মানতে নারাজ।
আরও পড়ুন: কমবে সড়ক দুর্ঘটনা, চার চাকা গাড়িতে বসছে V2V প্রযুক্তি! জানুন এর কাজ
এরপর ডেলিভারি পার্টনারের সিদ্ধান্তেই মোড় ঘুরে যায় ঘটনার। তিনি ওই মহিলার সঙ্গে কথা বলেন, এমনকি বোঝানোর চেষ্টা করেন যে কোনও সমস্যা চিরস্থায়ী নয়, আত্মঘাতী কখনও সমাধান হতে পারে না। এরপর তিনি সরাসরি প্রশ্ন করেন, এই বিষ তিনি নিজের ক্ষতি করার জন্য অর্ডার করেছেন কিনা। তবে মহিলা মুখে না বললেও তাঁর আচরণ কিছু বলতে অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত ওই ডেলিভারি বয় সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তিনি অর্ডারটি বাতিল করে দেয় দেন, এবং প্যাকেটগুলি নিজের সঙ্গেই ফিরিয়ে নিয়ে যান। পরে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি শেয়ার করে তিনি লেখেন, মনে হচ্ছে আজ হয়তো একটা ভালো কাজ করতে পেরেছি।
আরও পড়ুন: উত্তরবঙ্গ পাচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে চলবে কোন রুটে?
এদিকে তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় বয়ে যায়। কেউ কেউ লেখে, যদি রোবট হতো, তাহলে শুধু ডেলিভারি করেই চলে যেত। আর একজন লিখছেন, অ্যালগরিদম বলেছিল ডেলিভারি করতে, কিন্তু বিবেক বলেছিল হয়তো থামতে। এমনকি কেউ বলছে, ডেলিভারি বয় হয়েই একজন মানুষকে বাঁচালো। এটাই সামাজিক দায়িত্ব।
(@dilli_rider_)