রামমন্দিরের ভেতরেই নামাজ পড়ার চেষ্টা, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কে এই আহমেদ শেখ?

A Muslim man try to offer namaz inside of Ram Mandir

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক বিরল ঘটনার সাক্ষী থাকলো অযোধ্যার রামমন্দির (Ram Mandir)। শুক্রবার, মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করেন এক প্রৌঢ়। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে ধরে ফেলেন মন্দিরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ঘটে, আজ দুপুর দুটো নাগাদ। আচমকা হিন্দু মন্দিরে এক মধ্যবয়স্কের নামাজ পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রামমন্দির চত্বরে। পরে জানা গেল, ওই মধ্যবয়স্ক ব্যক্তির নাম আহমেদ শেখ। তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে অযোধ্যার রাম মন্দিরের নামাজ পড়ছিলেন তিনি?

কোন উদ্দেশ্য নিয়ে হিন্দু মন্দিরে নামাজ পড়ছিলেন ওই ব্যক্তি?

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে রামমন্দিরে ভক্তদের ভিড় বাড়লে সেই ভিড়ের মধ্যে পাশ কাটিয়ে নিজের জায়গা খুঁজে নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ওই মধ্যবয়স্ক ব্যক্তি। জানা যায়, প্রথমে মন্দিরে ঢুকে আশেপাশে ঘুরে দেখার পর সীতা রসোইয়ের কাছে গিয়ে বসেন আহমেদ শেখ নামক ব্যক্তি। এরপর নাকি সেখানেই চাদর বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে ভাগ্যক্রমে নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে যান ওই অভিযুক্ত। আর তারপরই তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অবশ্যই পড়ুন: এখনও বরাদ্দ ৫ মাসের টাকা! ব্যাপক অর্থ সংকটের মুখে বিশেষ চাহিদাসম্পন্নদের ৭৪টি স্কুল

মন্দির কর্তৃপক্ষ সহ নিরাপত্তা রক্ষীদের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে প্রথমদিকে মন্দিরে এসে নামাজ পড়ার কারণ জানতে চাওয়া হলে তিনি কিছুই বলেননি। পরে তাকে সকলে মিলে ধরতেই বিভিন্ন ধর্মীয় স্লোগান দিতে শুরু করেন তিনি। তাঁকে আটক করার পরই তড়িঘড়ি পুলিশ, সিআরপিএফ সহ অন্যান্য এজেন্সিকে খবর দেওয়া হয়। কিন্তু ঠিক কোন উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীরের ওই ইসলাম ধর্মালম্বী ব্যক্তি রাম মন্দিরে নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তা জানা যায়নি। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হয়তো ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্যই রাম মন্দিরে পা রেখেছিলেন তিনি। তবে এর পেছনে অন্য কোনও দুষ্ট চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অবশ্যই পড়ুন: ভারত থেকে সরছে না মুস্তাফিজুরদের ম্যাচ! BCB-র অভিযোগকে পাত্তাই দিচ্ছে না ICC

কে এই আহমেদ শেখ?

আপাতত পুলিশ সূত্রে যা খবর, রামমন্দিরে আটককৃত ব্যক্তি জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। তদন্তকারী আধিকারিকদের দাবি অনুযায়ী, আহমেদ ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্যই হিন্দু মন্দিরে ঢুকেছিলেন। স্থানীয় সূত্রে খবর, মন্দিরে ঢোকার আগে ওই কাশ্মীরি ব্যক্তিকে কয়েকজন কম্বল বিক্রেতার সাথে দেখা গিয়েছিল। বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, বছর 55 র আহমেদের ব্যাগ থেকে কিছু শুকনো ফল পাওয়া গিয়েছে। ওই ব্যক্তির আসল পরিচয় জানতে ইতিমধ্যেই তাঁর দেওয়া ঠিকানায় পৌঁছেছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ আধিকারিকরা। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত অভিযুক্ত সম্পর্কে নতুন কোনও তথ্য মেলেনি।

Leave a Comment