হুগলিতে নাবালিকা ধর্ষণ, বোমা কারখানায় বিস্ফোরণ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১০ জানুয়ারি)

Hooghly

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ জানুয়ারি, শনিবার। হুগলিতে (Hooghly) নাবালিকা ধর্ষণ, বোমা কারখানায় বিস্ফোরণ, বাংলায় নতুন অমৃত ভারত ট্রেন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের টাইমটেবিল

নতুন বছরে শিয়ালদা থেকে বারাণসী পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। শিয়ালদা-বারাণসী রুটে রাত ১০:১০ মিনিটে এই ট্রেনটি ছাড়বে এবং পরের দিন সকাল ৯:৫৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে। অন্যদিকে সন্ধ্যে ৭:৩০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৭:২০ মিনিটে বারাণসী পৌঁছবে এই ট্রেন। ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং ট্রেনটি বেনারস, বারাণসী, জসিডিহ, আসানসোল এবং শিয়ালদা স্টেশনে থামবে। প্রধানমন্ত্রী সম্ভবত ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করতে পারেন বলে খবর। এছাড়া অন্যান্য তিনটি রুটে নতুন অমৃত ভারত ট্রেন চালু হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) BRICS এর চেয়ারম্যানশিপ পেল ভারত

নতুন বছরের শুরুতে BRICS চেয়ারম্যানশিপ হাতে আসলো ভারতের কাছে। ব্রাজিলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে এবার নয়াদিল্লি প্রথমবার দশটি দেশের জোটের নেতৃত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, ভারতের লক্ষ্য হল স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা আর পরিবেশ ভারসাম্যকে রক্ষা করা। পাশাপাশি BRICS কে শক্তিশালী করে তোলা। চেয়ারম্যান হিসেবে ডিজিটাল, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রসার, জাতিসংঘ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলেই বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) রাজ্যপালকে বোমা হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার এক বৃদ্ধ

কলকাতায় আয়প্যাকের দফতরে ইডি অভিযানের আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত্রিবেলা ইমেইলে বলা হয়েছিল রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে। তবে তদন্তে কলকাতা পুলিশ ৬৮ বছর বয়সী সুব্রত দত্ত নামের এক বৃদ্ধকে আটক করেছে। তবে তিনি হুমকি ইমেইলে করেছেন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। রাজ্যপাল হুমকির ব্যাপারে বর্তমানে শান্তি প্রকাশ করেছেন। তবে তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং জেড প্লাস সুরক্ষার পাশাপাশি ৬০ থেকে ৭০ জন অতিরিক্ত নিরাপত্তা যোগ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) হুগলিতে বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণ

হুগলির উত্তরপাড়ায় বন্ধ হিন্দুস্তান মোটর কারখানায় ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হলো। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই নামের এক ব্যক্তিকে। তবে তাঁর দুই সহযোগী পলাতক। দোষীর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করার কথা। রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই ঘটনা ঘটায় অস্বস্তি আরও বেড়েছে। তৃণমূলের স্থানীয় প্রতিবাদ এবং আন্দোলনের পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নয়া দিল্লির কড়া বার্তা

রাশিয়া থেকে তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০০ শতাংশ শুল্ক চাপাতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তবে এরপর নয়া দিল্লি কড়া অবস্থান নিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মূল লক্ষ্য হবে ১.৪ বিলিয়ন মানুষের জন্য সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি সরবরাহ করা। ভারত তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে এবং প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। মার্কিন শুল্কের চাপ এবং বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ভারত বলেছে, তারা সবসময় আলোচনায় স্থির ছিল এবং কোনও এক ফোন কলের কারণে চুক্তি হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ৫৪৯টি ট্রেনের গতি বাড়াল ভারতীয় রেল

ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য ২০২৬ সালে ট্রেনের সময়সূচী অনুযায়ী ৫৪৯টি ট্রেনের গতি বাড়ালো। এর মধ্যে ৩৭৬টি ট্রেন ৫ থেকে ১৫ মিনিট, ১০৫টি ট্রেন ১৬ থেকে ৩০ মিনিট, ৪৮টি ট্রেন ৩১ থেকে ৫৯ মিনিট এবং ২০টি ট্রেনের গতি ১ ঘন্টা বা তার বেশি বাড়ানো হয়েছে। এতে ভ্রমণের সময় আরও কমবে এবং পরিচালনার দক্ষতা আরও উন্নত হবে বলে অনুমান করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিম রেলওয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এক্ষেত্রে। আর সাধারণ যাত্রীরা এবার দ্রুত এবং সুবিধাজনক ভ্রমণ উপভোগ করতে পারবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পাকিস্তানে হিন্দু কৃষককে গুলি করে হত্যা মুসলিম জমিদারের

পাকিস্তানের সিন্ধু প্রদেশে কুঁড়েঘর তৈরি নিয়ে বিরোধীতার জেরে এক হিন্দু কৃষক কৈলাস কলোহকে প্রভাবশালী মুসলিম জমিদার সরফরাজ নিজামানি গুলি করে হত্যা করেছে। চার দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় সড়ক সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ধর্না দেখিয়েছে। আন্দোলনে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সংগঠনগুলো অংশ নিয়েছে। নিহত পরিবারকে নিরাপত্তা দেওয়ার এবং অভিযুক্তকে গ্রেফতার করার দাবিও তুলেছে প্রতিবাদীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দক্ষিণ ২৪ পরগণায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ

দক্ষিণ ২৪ পরগনার চামপাহাটিতে একটি বেআইনি বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ ঘটেছে। দুপুর একটার দিকে কম্পোনের তীব্রতায় পাশের গাছ পুড়ে ঝলসে যায় এবং কারখানার চাল উড়ে যায়। বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছে এবং একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। দ্রুত তাদের স্থানীয় হাসপাতাল এবং বারুইপুরে স্থানান্তর করা হয়। পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানায় নিরাপত্তার চরম অভাব ছিল। সেই কারণেই এই ঘটনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রাজ্যে নতুন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস

বঙ্গ রাজ্যে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। প্রথম ট্রেনটি সাঁতরাগাছি তাম্বরম রুটে সাপ্তাহিকভাবে চলবে। দ্বিতীয়টি নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী রুটে আর তৃতীয় ট্রেনটির নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল রুটে সপ্তাহে নির্দিষ্ট দিন চলবে। আর সব ট্রেনই দক্ষিণ ভারতের সঙ্গে বাংলার সংযোগ বাড়াবে এবং যাত্রীদের সুবিধার্থে ২২টি কোচ, সহজ যাতায়াত ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। ট্রেনগুলি নন এসি হওয়ার কারণে ভাড়া অনেকটাই কম হবে। আর জানা যাচ্ছে, আগামী ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনগুলি উদ্বোধন করতে পারেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) রাম মন্দির সংলগ্ন ১৫ কিমির মধ্যে বন্ধ নন ভেজ ও মদ

অযোধ্যা প্রশাসন এবার রাম মন্দির সংলগ্ন ১৫ কিলোমিটার এলাকায় নন ভেজ এবং মদ ডেলিভারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, অনলাইন ফুড অ্যাপ, হোটেল বা হোমস্টে কোনওভাবে মাছ, মাংস বা মদ সরবরাহ করতে পারবে না। আর এই সিদ্ধান্ত তীর্থযাত্রী এবং স্থানীয়দের ধর্মীয় অনুভূতিকে রক্ষা করার জন্যই নেওয়া হয়েছে। আগে ১৪ কিলোমিটার নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় এবার অনলাইন ডেলিভারি বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment