বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন নিয়ে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার যাত্রীদের উপহার বাবদ প্রথম বন্দে ভারত স্লিপার দিয়েছে ভারতীয় রেল। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই বঙ্গের বুক চিড়ে হাওড়া থেকে গুয়াহাটি রুটে জুটবে এই বিশেষ ট্রেন। আগামী 17 জানুয়ারি মালদহ টাউন স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার আগেই বন্দে ভারত স্লিপার নিয়ে এলো কিছু নতুন আপডেট।
বন্দে ভারত স্লিপারে থাকছে না RAC টিকিটের ব্যবস্থা
রেলের নতুন বিবৃতি অনুযায়ী, হাওড়া থেকে গুয়াহাটি রুটে চালু হতে যাওয়া দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য থাকছে না কোনও রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা RAC টিকিটের ব্যবস্থা। অর্থাৎ এই বিশেষ ট্রেনের জন্য প্রযোজ্য হবে শুধুমাত্র কনফার্ম বা রিজার্ভ টিকিট। ভারতীয় রেল বলছে, এই ট্রেনে কোনও ওয়েট লিস্টেড টিকিটের ব্যবস্থা করা হচ্ছে না। তবে এই বিশেষ ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষণ, বিশেষভাবে সক্ষম এবং দেশের প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণ বা কোটা থাকবে। এছাড়াও থাকবে ডিউটি পাস কোটাও।
অবশ্যই পড়ুন: এক ক্লিকেই জানান জমি সংক্রান্ত অভিযোগ, অ্যাপিল মডিউল চালু করছে নবান্ন
হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের সময়সূচি
যা খবর, হাওড়া থেকে গুয়াহাটিগামী নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 8টা বেজে 20 মিনিটে গুয়াহাটি পৌঁছবে। একইভাবে গুয়াহাটি থেকে এই ট্রেন সন্ধ্যা 6টা বেজে 15 মিনিটে ছেড়ে পরেরদিন সকালে হাওড়ায় পৌঁছবে 8টা বেজে 15 মিনিট নাগাদ। শুধুমাত্র বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন।
বন্দে ভারত স্লিপারের ভাড়া কত হবে?
রেলের কয়েকটি সূত্র যা দাবি করছে, হাওড়া থেকে গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপারের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ধার্য হবে 2.4 টাকা। এই ভাড়া মূলত থার্ড এসি কোচের জন্য প্রযোজ্য। তবে সেকেন্ড এসি এবং ফার্স্ট ক্লাস এসির জন্য ভাড়া ধার্য করা হতে পারে, যথাক্রমে 3.1 টাকা এবং 3.8 টাকা। সেই সূত্রে বলা যেতে পারে, এই ট্রেনে যেহেতু ন্যূনতম 400 কিলোমিটারের ভাড়া ধার্য করা হচ্ছে তাই যদি কেউ ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 1520 টাকা। সেকেন্ড এসির ক্ষেত্রে সেই ভাড়া হবে 1240 টাকা এবং থার্ড এসির ক্ষেত্রে এই ট্রেনে ভ্রমণ করতে গেলে ন্যূনতম ভাড়া পড়বে 960 টাকার কাছাকাছি। যদিও নির্দিষ্ট ভাড়ার উপরে যোগ হবে GST।
এবার বলি, যদি কোনও যাত্রী হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত 1000 কিলোমিটারের দীর্ঘ পথ এই ট্রেনের ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 3800 টাকা। সেকেন্ড এসিতে ভ্রমণ করলে ভাড়া লাগবে 3100 এবং থার্ড এসিতে ভ্রমণ করলে গুনতে হবে 2400 টাকা। রেলের ওই সূত্র বলছে, বন্দে ভারত স্লিপার অন্যান্য রূটে চালু হলে এর থেকে অধিক দূরত্ব অর্থাৎ 1000 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ফার্স্ট ক্লাস এসিতে সর্বোচ্চ 11,400 টাকা, সেকেন্ড এসিতে 9300 টাকা এবং থার্ড এসিতে সর্বোচ্চ 7200 টাকা ভাড়া পড়বে বলেই খবর।