স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, চিনে নিন জাস্টিস সুজয় পালকে

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল।২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের অবসরের পর পদটি শূন্য হয়। তারপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান বিচারপতি সৌমেন সেন। পরবর্তীতে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সৌমেন সেনের নাম সুপারিশ করা হয়। এবার সেই জায়গায় বসতে চলেছেন বিচারপতি সুজয় পাল।

হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি সুজয় পাল

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব এবার কাঁধে তুলে নিলেন বিচারপতি সুজয় পাল। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে। এতদিন তিনি এই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। অবশেষে তাঁর স্থায়ী নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের অন্তর্বর্তী ব্যবস্থার অবসান হল। আদালতে মামলার জট কমানো এবং বিচার প্রক্রিয়ায় গতি আনার ক্ষেত্রে এই স্থায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।।

বিচারপতি সুজয় পালের কর্মজীবন

বিচারপতি সুজয় পালের জন্ম মধ্যপ্রদেশের এক প্রবাসী বাঙালি পরিবারে। জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করে এলএলবি ডিগ্রি পান। দীর্ঘদিন ধরে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি সুজয় পাল। এরপর পারিবারিক কারণে তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করে দেওয়া হয়। গত বছর, ২৬ মে, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। শেষ পর্যন্ত সেই সুপারিশ অনুযায়ী এবার স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল।

আরও পড়ুন: প্রতারণার অভিযোগে কল্যাণ ব্যানার্জিকে গ্রেফতার করল ED!

প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পরই কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি সুজয় পাল। তার আগে এই পদে বিচারপতি ছিলেন সৌমেন সেন। পরে তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়।

Leave a Comment