বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এবার দুই নার্সকে ভর্তি করা হল বারাসাতের এক বেসরকারী হাসপাতালে (West Bengal Nipah Virus Case)। জানা যাচ্ছে, কল্যাণীর AIMS এ নমুনা পরীক্ষা করা হয়েছিল ওই দুই স্বাস্থ্য কর্মীর। আর তাঁর পরই নাকি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই দুই নার্স, এমন সন্দেহ থেকেই তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের যা খবর, অসুস্থ দুই নার্সের মধ্যে একজনের বাড়ি নদীয়া এবং অন্যজন পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা।
নমুনা পরীক্ষার পরই রিপোর্ট গেল স্বাস্থ্য ভবনে
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, প্রথমে কল্যাণী AIMS এ স্বাস্থ্য পরীক্ষা করা হয় ওই দুই নার্স সহ আরও বেশ কয়েকজনের। তারপরই সেই নমুনা পরীক্ষার রিপোর্ট পৌঁছেছে স্বাস্থ্য ভবনে। পরবর্তীতে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ওই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। আর তারপরই তাঁদের ভর্তি করা হয় উত্তর 24 পরগনার বারাসাতের এক বেসরকারি হাসপাতালে।
খোঁজ নিয়ে জানা গেল, ওই দুই নার্সই বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে কর্মরত। আপাতত যা খবর, অসুস্থ এক নার্স কিছুদিন আগেই কাটোয়ায় নিজের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা বেগতিক দেখে গত 31 ডিসেম্বর তাঁকে ভর্তি করা হয় কাটোয়া হাসপাতালে। সেখানে দু-এক দিন থাকার পর অবস্থার অবনতি হচ্ছে দেখে চিকিৎসকরা তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অবশ্যই পড়ুন: বিরাট কোহলি, শুভমন গিলের রেকর্ড ভাঙার পথে ১৪ বছরের বৈভব সূর্যবংশী
সূত্রের যা খবর, ওই নার্সের শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল, শেষ পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই কয়েকদিন ICU তেও রাখা হয়েছিল ওই মহিলাকে। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে ওই নার্স যে হাসপাতালে কর্মরত অর্থাৎ বারাসাতের বেসরকারি হাসপাতালটিতে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। অন্যদিকে নদীয়ার বাসিন্দা আরেক পুরুষ নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেলে তাঁকেও রাখা হয় ভেন্টিলেশনে। বর্তমানে দুজনের অবস্থাই সংকটজনক। এদিকে রাজ্যে মারণ রোগ নিপা ভাইরাসের সন্ধান পেতেই স্বাস্থ্য ভবনের তরফে যাবতীয় তথ্য পাঠানো হয়েছে কেন্দ্রকে।