সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বাংলায় কনকনে শীত ফিরতে চলেছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আজ বুধবার থেকে ১-২ ডিগ্রি তাপমাত্রা পতন ঘটতে পারে। মূলত উত্তুরে হাওয়ার সৌজন্যে শীত ইউটার্ন মেরে বাংলায় দাপট দেখাবে। ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। আইএমডি কলকাতা জানিয়েছে যে আগামী সাত দিনে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা হচ্ছে না। আইএমডি আরও জানিয়েছে যে সকালের সময় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এই সময়কালে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বুধবার সংক্রান্তির থেকে থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বেশ কিছু অঞ্চলে কনকনে শীত অনুভূত হবে। কিছু কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এরকম আবহাওয়া বিরাজ করবে আগামীকাল ১৫ জানুয়ারি ১৭ই জানুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় বদল আনল IRCTC, এবার আসন পাওয়া আরও সহজ
আইএমডি জানিয়েছে যে মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আলিপুরে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালেও হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে আজ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শীতের পাশাপাশি ঘন কুয়াশা চলছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। আরও জানা যাচ্ছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। কুয়াশার পাশাপাশি এদিন কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ব্যাপক শীত বজায় থাকবে।