সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের খনিজ সম্পদের মানচিত্র এবার বিরাট আধিপত্য নিল সৌদি আরব। সম্প্রতি দেশের চার-চারটি আলাদা অঞ্চলে বিপুল পরিমাণ সোনার সন্ধান পাওয়া গিয়েছে (Gold Reserve in Saudi Arabia)। সরকারি সহায়তাপ্রাপ্ত খনি সংস্থা Maaden জানিয়েছে, নতুন অনুসন্ধান এবং ড্রিলিংয়ের মাধ্যমে মোট ৭৮ লক্ষ আউন্স সোনা দেশের মধ্যে সঞ্চিত রয়েছে। ফলে স্বর্ণ ভান্ডারের দিক থেকে সৌদি আরব যে বিশ্ব মানচিত্রে এবার বিরাট জায়গা করে নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
কোথায় মিলল এই বিপুল পরিমাণ সোনা?
Maaden এর তরফ থেকে জানানো হয়েছে, এই সোনার খোঁজ মিলেছে মূলত বর্তমানে চালু থাকা খনিতে, প্রাথমিক পর্যায়ের সম্ভাবনাময় এলাকায় এবং একেবারে নতুন অনুসন্ধান অঞ্চলগুলিতে। সবমিলিয়ে সৌদি আরবের চারটি কৌশলগত এলাকাতে এই সাফল্য মিলেছে। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, মানসুরাহ মাসারাহ এলাকায় এক বছরে প্রায় ৩০ লক্ষ আউন্স সোনা যুক্ত হয়েছে। উরুক ২০ এবং উম্ম আস সালাম এলাকায় মিলেছে মোট ১৬.৭ লক্ষ আউন্স সোনা, এবং সবথেকে বড় সাফল্য এসেছে ওয়াদি আল জাও অঞ্চল থেকে। কারণ, সেখানে নাকি ৩৮ লক্ষ আউন্স সোনা মজুদ রয়েছে।
আরও পড়ুনঃ সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
সম্প্রতি এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় Maaden এর তরফ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের এই অনুসন্ধান কর্মসূচি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ অনুসন্ধান প্রকল্পগুলির মধ্যে একটি। বিশেষ করে দেশের অভ্যন্তরে পরিচালিত কর্মসূচির নিরিখে এই প্রকল্পের সাফল্য নতুন করে বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে সংস্থার বক্তব্য, এই নতুন আবিষ্কারের ফলে সৌদি আরবের স্বর্ণ ভান্ডার এবার আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ২২ জন
পুরনো খনিতেও এবার নতুন সম্ভাবনা
Maaden আরও জানিয়েছে, সেন্ট্রাল আরাবিয়ান গোল্ড রিজিয়ানে উন্নত ড্রিলিংয়ের মাধ্যমে নতুন খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলিকে চিহ্নিত করা গিয়েছে। এমনকি ঐতিহাসিক গোল্ড মাইনের আশেপাশে চালানো ড্রিলিংয়ে খনিটির আয়ুষ্কাল বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আর এ বিষয়ে Maaden এর সিইও বব উইল বলেছেন, এই আবিষ্কার আমাদের দীর্ঘমেয়াদী কৌশলগত সাফল্যকেই প্রমাণ করছে। সৌদি আরবের স্বর্ণ সম্পদে ধারাবাহিক বিনিয়োগ যে সঠিক সিদ্ধান্ত ছিল তা আবারও স্পষ্ট হল।