সুস্থ হয়ে বাড়ি ফিরতেই বড় সিদ্ধান্ত দেবলীনা নন্দীর

Debolina Nandy

প্রীতি পোদ্দার, কলকাতা: রূপোলি পর্দার চাকচিক্য জগৎ আর সোশ্যাল মিডিয়ার লোক দেখানো হাসিখুশি ছবির আড়ালে যে এক যন্ত্রণাদায়ক সত্য লুকিয়ে থাকতে পারে, তার প্রমাণ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও চিকিৎসকের সহায়তায় তিনি শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ। তবে মানসিকভাবে তিনি এখনো বিপর্যস্ত। তবে এবার এসব বাঁধা পেরিয়ে দেবলীনা (Debolina Nandy) এক চরম সিদ্ধান্ত নিলেন।

বড় সিদ্ধান্ত দেবলীনা নন্দীর

সম্প্রতি একটি ভিডিয়োতে দেবলীনা নন্দী তাঁর কাজ নিয়ে কিছু জরুরী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ”সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে, নিজের জীবনে একটা ভুল পদক্ষেপ করতে চলেছিলাম। নিজের পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীদের তৎপরতায়, আমি এখন সুস্থ। এই দুঃসময় যাঁরা আমার পাশে ছিল বা আছেন, তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতিতে একটা উপলদ্ধি, আমার সঙ্গে মানুষের একমাত্রই সংযোগ আমার গান। তাই আমি চেনা ছন্দে, মুক্ত মঞ্চে এবং সঙ্গীত জীবনে আবার আপনাদের ভালবাসা নিতে, আশীর্বাদ নিতে ফিরছি। ” এবং অনুষ্ঠানের জন্য তাঁকে যোগাযোগ করার কথাও বলেন দেবলীনা।

আরও পড়ুনঃ উল্টে রেলই দেয় কোটি কোটি টাকা ভাড়া! তাহলে বন্দে ভারতের আসল মালিক কে?

 

View this post on Instagram

 

ট্রোলারদের উদ্দেশে বড় বার্তা দেবলীনার

গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা করার পর ভগবানের আশীর্বাদে প্রাণ ফিরে পেলেও শান্তি ফেরেনি তাঁর মনে। সোশ্যাল মিডিয়া খুললেই একের পর এক ট্রোলের বন্যা দেখা যাচ্ছে। অনেকেই তাঁর এই কর্মকাণ্ডকে নাটক বলে জানিয়েছেন তো অনেকেই আবার তাঁর পাশে থেকেছেন। এই নিয়েও দেবলীনা গত শনিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে বলতে শোনা যায় যে, “আমি যে পথটি বেছে নিয়েছিলাম, আজ বুঝতে পারছি সেটি সঠিক ছিল না। ভুল আমি করেছি, কিন্তু সেই ভুলের নেপথ্যে ছিল শুধুই ভালোবাসা। আজ আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে নোংরা ট্রোল করে আমার মানসিক স্থিতিশীলতা নষ্ট করবেন না।”

আরও পড়ুন: মানহানির নোটিস পাঠিয়েও মেলেনি জবাব! মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর

প্রসঙ্গত, দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি স্বামী প্রবাহ নন্দী। এমনকি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ্যে আসলেও তিনি কোনো কথা বলতে চাননি। তাই নিয়ে নেটিজেনদের মনে একাধিক প্রশ্ন জাগছে। অন্যদিকে শীতের মরসুমে দেবলীনা নন্দীর একাধিক অনুষ্ঠান থাকে। তবে সাম্প্রতিক ঘটনার জেরে সব থমকে গিয়েছে। তাই পুরোনো ছন্দে ফিরতে দেবলীনা জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির পর থেকে অনুষ্ঠানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।

Leave a Comment