বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েছে ভারত। আর তারপরই ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখেই বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রে সেজে উঠেছে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগার। এখানেই শেষ নয়, আধুনিক যুদ্ধে রকেট, ড্রোন সহ ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ার কারণে এবার আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতকেও একটি আলাদা রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী বা রকেট ফোর্স (Rocket-Missile Force) গড়ে তুলতে হবে বলেই জানালেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
রকেট ফোর্স তৈরি করবে ভারত?
মঙ্গলবার, এক সংবাদ সম্মেলনে ভারতে রকেট ফোর্সের প্রয়োজনীয়তা নিয়ে মুখ খোলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানান, “দেশের একটি ক্ষেপণাস্ত্র বাহিনী প্রয়োজন। আমাদের কাছে বিপুল সংখ্যক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা অস্ত্র রয়েছে। তবে আমাদের একটি রকেট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা রকেট ফোর্স প্রয়োজন। চিন এবং পাকিস্তান দুই দেশেরই এই ধরনের রকেট ফোর্স ইউনিট রয়েছে। তাই ভারতকেও যত দ্রুত সম্ভব এই ধরনের বিশেষ ফোর্স গড়ে তুলতে হবে।আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি..”
আরও পড়ুনঃ উল্টে রেলই দেয় কোটি কোটি টাকা ভাড়া! তাহলে বন্দে ভারতের আসল মালিক কে?
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বাবু রকেট ফোর্স কেন প্রয়োজন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানালেন, আমাদের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান এবং চিন থেকে দিন দিন হুমকি বাড়ছে। চিনের পিপস লিবারেশন আর্মি রকেট ফোর্সকে দেশটির সামরিক বাহিনীর একটি অত্যন্ত শক্তিশালী অংশ হিসেবে দেখা হয়। 2016 সাল থেকে PLRF চিনকে যুদ্ধে সহযোগিতা করে আসছে। পাকিস্তানও এই ধরনের শক্তি প্রতিষ্ঠা করেছে। তাই প্রতিবেশী হিসেবে ভারতকেও যত দ্রুত সম্ভব এই বিশেষ বাহিনী গড়ে তুলতে হবে।
এদিন সেনাপ্রধানকে, সীমান্তে পাক ড্রোনের বিচরণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে তিনি খুব স্পষ্ট করে জানান, “এ বিষয়ে ইতিমধ্যেই ইসলামাবাদকে সতর্ক করা হয়েছে। পাকিস্তানকে স্পষ্ট জানানো হয়েছে ভারত এই ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।” দ্বিবেদীর বক্তব্য, গোটা বিষয়টি ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠকেও আলোচনা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এই ঘটনা অগ্রহণযোগ্য এবং যত দ্রুত সম্ভব এইসব কাজ বন্ধ করতে হবে।
অবশ্যই পড়ুন: U-19 বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-আমেরিকা, কোথায় ফ্রিতে দেখবেন লাইভ স্ট্রিমিং?
রকেট মিসাইল ফোর্স আসলে কী?
প্রথমেই বলে রাখি, রকেট মিসাইল ফোর্স আসলে বিশেষ ধরনের সামরিক দল বা সামরিক বাহিনী। এই বিশেষ ফোর্সের অধীনে থাকে দূরপাল্লার একাধিক খতরনাক সব রকেট, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সহ অসংখ্য ড্রোন। ভারতীয় সেনাপ্রধানের মতে, বর্তমান সময়ে আধুনিক যুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র আলাদাভাবে দেখা যায় না। তিনি বলেন, ভারতের রকেট ক্ষেপণাস্ত্র বাহিনী প্রয়োজন। এর উদ্দেশ্য আসলে রকেট এবং ক্ষেপণাস্ত্রের সংযুক্তি। উপেন্দ্র বাবুর কথায়, “আমরা যদি শত্রুর উপর প্রভাব ফেলতে চাই তবে রকেট এবং ক্ষেপণাস্ত্র উভয়কেই এক কমান্ডে রাখতে হবে।”