বদলে গেল কোহলিদের মাঠ, কোথায় IPL খেলবে RCB?

Royal Challengers Bengaluru will play 2 ipl home match in Raipur

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত গত বছর IPL জয়ের স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। 18 বছর পর ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হওয়ায় সেলিব্রেশনে মেতে উঠেছিল বিরাট কোহলির দল। আর সেই উদযাপন চলাকালীনই পদপিষ্ট হওয়ার ঘটনা RCB র হোমগ্রাউন্ড নিয়ে সমস্যা বাড়িয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ট্রফি জয়ের প্যারেডে পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকে ওই স্টেডিয়ামে আজ পর্যন্ত ম্যাচ আয়োজন করা যায়নি। এর আগে মহিলাদের একদিনের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা থাকলেও পরবর্তীকালে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমতাবস্থায় প্রশ্ন উঠছিল, IPL 2026 এ কোথায় নিজেদের হোমম্যাচ খেলবে বেঙ্গালুরু? এবার কোহলিদের হোম ম্যাচের মাঠ নিয়ে সমস্যা মিটলো।

এই মাঠে দুটি হোমম্যাচ খেলবে RCB

এর আগে শোনা গিয়েছিল, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মূলত দুটি মাঠে অনুষ্ঠিত হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোমম্যাচ। সেই তালিকায় নাম ছিল, নবি মুম্বইয়ের DY পাতিল স্টেডিয়াম এবং রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়াম। শোনা যায়, এই দুই স্টেডিয়ামে মোট সাতটি ম্যাচ খেলার কথা রয়েছে RCB ব্রিগেডের। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই 7 ম্যাচের মধ্যে 5টি ম্যাচ যে DY পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ছিল বেঙ্গালুরুর দুই ম্যাচের হোমগ্রাউন্ড চূড়ান্ত হওয়া। এবার সেটাও হয়ে গেল।

এবছর ছত্তিশগড়ের রায়পুরে নিজেদের বাকি দুই হোমম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই। এ নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব জানিয়েছেন, রায়পুরের বীর নারায়ণ স্টেডিয়ামেই দুটি হোমম্যাচ খেলবে RCB। আর এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব প্রভাত সিং ভাটিয়া এবং RCB র সহ-সভাপতি রাজেশ মিলন বৈঠক করে বেঙ্গালুরু দলের একটি জার্সি ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।

 

অবশ্যই পড়ুন: বাংলা, অসম থেকে চলবে ৯টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে ছুটবে দেখুন

প্রসঙ্গত, গত বছরের জুন মাসের মর্মান্তিক পথ দুর্ঘটনার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনই ফিরতে চাইছেন না প্লেয়াররা। এদিকে ফ্রাইঞ্চাইজিও চাইছে না ম্যাচ আয়োজনের সমস্যার জন্য প্লেয়ারদের খেলায় কোনও প্রভাব পড়ুক। তাই শেষ পর্যন্ত রায়পুরের স্টেডিয়াম এবং নবি মুম্বইয়ের DY পাতিল স্টেডিয়ামে খেলতে রাজি হয়ে গিয়েছে বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট।

Leave a Comment