এক জায়গায় রিজার্ভ থেকে জেনেরাল টিকিট সহ একাধিক সুবিধা! লঞ্চ হল RailOne অ্যাপ

সৌভিক মুখার্জী, কলকাতা: রেল (Indian Railways) যাত্রীদের জন্য বিরাট সুখবর। কারণ এবার আর একাধিক অ্যাপের ঝামেলা নয়, একটিমাত্র অ্যাপ দিয়েই মিলবে সবকিছু। হ্যাঁ, টিকেট বুকিং থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিট, ট্রেনের টাইম, পিএনআর চেক, সবকিছুই। মঙ্গলবার দিল্লিতে CRIS-র ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনুষ্ঠানিকভাবে এই RailOne মোবাইল অ্যাপটিকে লঞ্চ করলেন।

আসলে এই অ্যাপটি এককথায় সম্পূর্ণ রেল যাত্রার সমাধান। এবার থেকে আলাদা করে কোনোরকম IRCTC Rail Connect বা UTS অ্যাপ ব্যবহারের করা দরকার পড়বে না। কারণ RailOne অ‍্যাপেই রয়েছে সমস্ত অ্যাপ ব্যবহারের সুবিধা।

RailOne অ্যাপে কী কী সুবিধা মিলবে?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, এবার RailOne অ্যাাপে যে সুবিধাগুলি মিলছে তা হল—

  • IRCTC অ্যাপে এতদিন যে রিজার্ভিং টিকিট বুকিং করা যেত, তা এই অ্যাপেই মিলবে। 
  • লোকাল ট্রেন থেকে শুরু করে প্যাসেঞ্জার ট্রেনের সাধারণ টিকিট মিলবে এই অ্যাপে। 
  • স্টেশনে প্রবেশের জন্য প্ল্যাটফর্ম টিকিটও এবার অনলাইনে এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে। 
  • নিজের ট্রেনটি কোথায়, তা লাইভ লোকেশন দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। 
  • পিএনআর নম্বর দিয়ে স্ট্যাটাস চেক এবং কোচ পজিশন দেখার সুবিধে মিলবে।
  • ট্রেনে বসে খাবার অর্ডার করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। 
  • Rail Madad-র মাধ্যমে যাত্রা সংক্রান্ত কোনও অভিযোগ বা সাহায্যের আবেদনপ জানানো যাবে।

আরও পড়ুনঃ হাওড়া থেকে পুরুলিয়া যাওয়া আরও সহজ! নয়া ট্রেনের সময়, স্টপেজ ও ভাড়া জানাল পূর্ব রেল

কোথা থেকে ডাউনলোড করবেন RailOne অ্যাপ?

অ্যাপটি এখন Android ও iOS দুটি ভার্সনেই উপলব্ধ। আপনি যদি Android ফোন ব্যবহার করেন, তাহলে প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে IRCTC বা UTS অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন। বলে রাখি, এই মুহূর্তে অ্যাপটি শুধু মাত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতেই উপলব্ধ।

Leave a Comment