সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ভেবে দেখেছেন, সামান্য অসাবধানতা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিতে পারে? হ্যাঁ, প্রতিদিন আধার কার্ড, ভোটার আইডি কার্ড ব্যবহার করি আমরা। কিন্তু অনেকেই জানেন না যে, তাদের প্যান কার্ড (PAN Card) আদৌ সক্রিয় রয়েছে কিনা। হ্যাঁ, এই প্যান কার্ডই আয়কর, ব্যাঙ্কিং থেকে শুরু করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ নথি। তবে অজান্তেই যদি আপনি নিষ্ক্রিয় বা ডেড প্যান কার্ড ব্যবহার করেন, তাহলে বিপদ বাড়তে পারে।
আজীবনের জন্য সক্রিয় থাকে না প্যান কার্ড
অনেকে ধারণা করে, একবার প্যান কার্ড তৈরি হয়ে গেলে সেটি হয়তো সারা জীবন সচল থাকবে। তবে বাস্তবে তা সম্পূর্ণ ভুল। কারণ, আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যেতে আরে কিছু কিছু ক্ষেত্রে। যদি আপনি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করেন এবং একজনের নামে একাধিক প্যান কার্ড থাকে, পাশাপাশি প্যান কার্ডে ভুল তথ্য থাকে এবং সন্দেহজনক বা বেআইনি লেনদেনে প্যান কার্ডের অপব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড সম্পূর্ণ অচল বা ডেড হয়ে যেতে পারে।
এই ধরনের প্যান কার্ড থাকলে কী কী বিপদ হতে পারে?
যদি আপনি অজান্তে এই ডেড প্যান কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে তার ফল হতে পারে ভয়াবহ। মুহূর্তের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। এমনকি মোটা অংকের টাকা জরিমানা গুনতে হতে পারে। আর গুরুতর ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে। পাশাপাশি আয়কর রিটার্ন ফাইলে করতে সমস্যা হবে। এমনকি লম্বা ক্রেডিট কার্ড পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। আর এই সমস্ত কারণেই সময় থাকতে প্যান কার্ডের স্ট্যাটাস জেনে নেওয়া সবথেকে জরুরি।
আরও পড়ুন: উন্নত ফিচার্স, অত্যাধুনিক লুক! মাত্র ৫.৫৯ লক্ষে লঞ্চ হল Tata Punch এর ফেসলিফ্ট ভার্সন
এক ক্লিকে কীভাবে জানবেন প্যান কার্ড সক্রিয় আছে কিনা?
প্যান কার্ডের স্ট্যাটাস জানতে আপনাকে কোথাও যেতে হবে না, বরং অনলাইনে খুব সহজেই এটি যাচাই করতে পারবেন। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটারে যে কোনও ব্রাউজার খুলুন।
- এরপর আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর বামপাশে থাকা “Verify Your Pan” অপশনটিতে ক্লিক করুন।
- এরপর প্যান নম্বর, পুরো নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি বসান।
- এরপর মোবাইলে আসা ওটিপিটি ইনপুট করুন।
- এরপর স্ক্রিনে আপনি প্যান কার্ড একটিভ বা ইনঅ্যাক্টিভ আছে কিনা তা দেখে নিতে পারবেন।
যেহেতু বর্তমান দিনে প্যান কার্ড ছাড়া কোনও আর্থিক কাজ অসম্ভব, তাই শেষ মুহূর্তে সমস্যায় পড়ার বদলে আগেভাগে স্ট্যাটাস যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তাই এক ক্লিকেই আজই জেনে নিন আপনার প্যান কার্ড নিরাপদ আছে কিনা বা ভবিষ্যতে কোনও আইনি ঝামেলা পোহাতে হতে পারে কিনা।