সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে রেল যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের। শেষমেশ ময়নাপুর-জয়রামবাটি রেললাইনের সূচনা হতে চলেছে। আর এই শুরু হলেই, বাঁকুড়া থেকে এক ট্রেনেই হুগলীর জয়রামবাটি (Bankura-Jayrambati Train) যাওয়া যাবে। এই বিষয়ে শিলমোহর দিয়েছে খোদ রেল। এই বিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ কিলোমিটার দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি নয়া রেললাইনের উদ্বোধন করবেন। এটি আবার তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপ্রকল্পের একটি অংশ। সেখানে আপাতত ১৫ কিমির রেললাইন উদ্বোধনের পাশাপাশি ময়নাপুর এবং জয়রামবাটির মধ্যে নয়া ট্রেন পরিষেবার শুরু করবেন।
অবশেষে শুরু হচ্ছে বাঁকুড়া-জয়রামবাটি ট্রেন পরিষেবা
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, ট্রেন নম্বর ৬৮০৯৬/৬৮০৯৫ বাঁকুড়া-ময়নাপুর-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা জয়রামবাটি অবধি সম্প্রসারিত হবে। একটি উদ্বোধনী স্পেশাল ট্রেন অর্থাৎ ০৮০৯৫ জয়রামবাটি-বাঁকুড়া মেমু উদ্বোধনী স্পেশাল আগামী ১৮ জানুয়ারি, ২০২৬-এ জয়রামবাটি থেকে বাঁকুড়া অবধি ছুটবে। ইতিমধ্যে এই ট্রেনের স্টপেজ এবং সময়সূচী প্রকাশ করেছে রেল। চলুন জেনে নেবেন।
আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া

স্টপেজ ও সময়সীমা কী?
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেমু ট্রেনটি জয়রামবাটি থেকে দুপুর ১৪:৪৫ মিনিটে ছাড়বে এবং সেটি গোপীনাথপুরে ১৪:৫৫, ময়নাপুরে ১৫:১০, গোকুলনগর জয়পুরে ১৫:৩০ মিনিটে থামবে। এছাড়াও ট্রেনটি থামবে বিরসামুন্ডা, বিষ্ণুপুর জংশন, রামসাগর, ওন্দাগ্রাম, ভেদুয়াসোল এবং বাঁকুড়ায় থামবে। যদিও ট্রেনটির নিয়মিত পরিষেবা সম্পর্কে রেল আগামী দিনে বিজ্ঞপ্তি মারফত জানাবে বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, সমস্যায় ৫ লক্ষ পেনশনভোগী
এই মেমু ট্রেনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বেশ কিছু অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন। রইল তালিকা…
১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।
২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।
৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।
৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।
৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।
৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।
৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।
৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।
৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।
৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।