৫০% অংশীদারিত্ব রয়েছে ভারতের! এই দেশে মিলল কাঁচা তেলের বিরাট ভান্ডারের হদিশ

Crude Oil Discovery

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পথে এবার মিলল বিরাট সাফল্য। আবু ধাবির স্থলভাগে হালকা মানের অপরিশোধিত তেল খুঁজে পেলে (Crude Oil Discovery) ভারতের সংস্থাগুলি। আর এই আবিষ্কারকে বিশ্বব্যাপী দেশের শক্তি সম্পদ সম্প্রসারণ আর জ্বালানি নির্ভরতার বিরাট মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। তাহলে কি বদলে যাবে দেশের অর্থনীতি?

ভারতীয় সংস্থার যৌথ উদ্যোগেই বিরাট সাফল্য

আসলে এই সাফল্যের নেপথ্যে রয়েছে Urja Bharat প্রাইভেট লিমিটেড, যা কিনা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোল রিসোর্স লিমিটেডের মাধ্যমে গঠিত একটি ৫০:৫০ যৌথ উদ্যোগ। সংস্থাটি জানিয়েছে, আবু ধাবির Onshore Block 1 এলাকার Shilife Play (XN-76) এবং Habshan Reservoir (XN-79-02S) এই দুটি স্তরে হালকা মানের অপরিশোধিত তেলের হদিশ মিলেছে।

আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া

আর যদি এই দাবি সত্যি হয়, তাহলে শুধুমাত্র দেশের ভিতরে নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে তেল ও গ্যাস অনুসন্ধানে ভারতীয় সংস্থাগুলি যে বিরাট মাইলফলক ছোঁবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের মতে, এই সাফল্য এসেছে মূলত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ কর্মীদের পরিশ্রমের কারণেই।

জ্বালানি নিরাপত্তা বাড়াতে বিরাট পদক্ষেপ

এদিকে বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ভারতের জন্য একাধিক দিক থেকেই গুরুত্বপূর্ণ। প্রথমত, আমদানির উপর নির্ভরতা কমানোর পথেও বিরাট অগ্রগতি দেখা যাবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শক্তি সম্পদ নিশ্চিত হবে এবং ভবিষ্যতের তেল ও গ্যাস সরবরাহ আরও হতে পারে। আর ভারত যে বিদেশী বিনিয়োগ এবং অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের জ্বালানি চাহিদা পূরণ করতে তৎপর হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল

এদিকে Urja Bharat প্রাইভেট লিমিটেড জানিয়েছে, এই কনসেসন এলাকায় এখনও প্রচুর হাইড্রোকার্বন থাকার সম্ভাবনা রয়েছে, এবং আগামী দিনে সেখানে আরও অনুসন্ধান চলবে। আর এই আবিষ্কার শুধুমাত্র ভারতের সম্ভাবনা হয়, বরং বিশ্ববাজারে ভারতের সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা যে অনেকটাই বাড়াল তা বলা চলে।

Leave a Comment