সৌভিক মুখার্জী, কলকাতা: BRICS সম্মেলন ২০২৬ উপলক্ষে ভারতের তরফ থেকে সম্প্রতি অফিসিয়াল লোগো (BRICS 2026 New Logo) প্রকাশ করা হয়েছে। তবে তা নিয়ে শুরু হল রাজনৈতিক মহলে জোর বিতর্ক। কংগ্রেস সমর্থক এবং কিছু বিরোধী মহল দাবি করছে, BRICS ২০২৬ এর লোগো নাকি তেলেঙ্গানার একটি হাসপাতালের লোগো নকল করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওই লোগোটি সম্পূর্ণ পদ্ম ফুলের আদলেই তৈরি করা হয়েছে। তবে আসল সত্যি কী?
কীভাবে শুরু হল এই বিতর্ক?
গত ১৩ জানুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে BRICS ইন্ডিয়া ২০২৬ এর এই লোগো, থিম এবং ওয়েবসাইট প্রকাশ করেছেন। পদ্মফুল দ্বারা অনুপ্রাণিত এই লোগোর কেন্দ্রে রয়েছে নমস্কার ভঙ্গিতে যুক্ত দুটি হাত। আর তার পাঁচটি পাপড়ি BRICS এর প্রতিষ্ঠাতা পাঁচটি দেশের পতাকাকে নির্দেশ করেছে। তবে এই লোগো প্রকাশ্যের পরেই সোশ্যাল মিডিয়ায় কয়েকজন কংগ্রেস সমর্থক এবং কিছু পরিচিত মুখ দাবি করছে, এই লোগো নাকি তেলেঙ্গানার Lotus Cure Multispeciality হাসপাতালের লোগোর হুবহু অনুকরণ।
একাধিক এক্স ব্যবহারকারী দাবি করছেন, কেন্দ্র সরকার নাকি লোগোটিকে সম্পূর্ণভাবে কপি করেছে এবং এটি মাত্র ২০০ টাকায় ডিজাইন করা একটি হাসপাতালের লোগো। আর কপি-পেস্ট শাসনের উদাহরণ বলেও কটাক্ষ করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, একটি বামপন্থী সংবাদমাধ্যমও এই অভিযোগকে সামনে এনে প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ ৫০% অংশীদারিত্ব রয়েছে ভারতের! এই দেশে মিলল কাঁচা তেলের বিরাট ভান্ডারের হদিশ
তাহলে আসল সত্যি কী?
আসলে এই অভিযোগের সত্যতা যাচাই করলে একেবারেই ভিন্ন ছবি সামনে আসছে। কারণ, এই লোগোটি নতুন নয়, বর্তমানে ব্যবহৃত BRICS ইন্ডিয়া ২০২৬ লোগোটি আসলে BRICS ইন্ডিয়া ২০১৬ লোগোর পুনর্ব্যবহার। অর্থাৎ, এটি নতুন কোনও ডিজাইন নয়, এই লোগোটি প্রথমবার ২০১৬ সালে তৈরি করা হয়েছিল, যখন ভারত BRICS সম্মেলনের আয়োজক ছিল। এদিকে ২০১৬ সালে বিদেশ মন্ত্রক MyGov প্ল্যাটফর্মে একটি ওপেন ডিজাইন কনটেস্ট আয়োজন করেছিল। আর সেই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল সুদীপ সুভাষ গান্ধী নামের এক ক্যালিগ্রাফিস্টের ডিজাইন। রাজ্যসভায় তৎকালীন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, এই লোগোতে নমস্কার, পদ্মফুল, সম্প্রীতি আর BRICS দেশগুলির পতাকা ফুটিয়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: জয়রামবাটি থেকে এক ট্রেনে বাঁকুড়া, উদ্বোধন হবে নয়া রেললাইনের, সময়সূচি দিল রেল
সবথেকে বড় ব্যাপার, BRICS এর লোগো ডিজাইন করা হয় ২০১৬ সালে। অন্যদিকে Lotus Cure Multispeciality হাসপাতালের সরকারি নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়েছিল ১২ সেপ্টেম্বর, ২০১৮ সালে। অর্থাৎ, হাসপাতালটির লোগো তৈরির অন্তত দুই বছর পর প্রতিষ্ঠিত। আর এই সময় থেকেই স্পষ্ট উঠে আসছে যে, হাসপাতালের লোগো থেকে কপি করার কোনও রকম প্রশ্নই ওঠে না।