কলকাতাঃ বাংলার ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। ৬২ বছর বয়সে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা (Ajay Varma)। বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন অজয় বর্মা। পাশাপাশি ৫০ ওভারের ১১টি লিস্ট এ ম্যাচে বাংলার প্রতিনিধিত্বও করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই প্রয়াত হন অজয় বর্মা।
বলে রাখি, অজয় বর্মা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দক্ষ ছিলেন। বলতে গেলে তিনি অলরাউন্ডার ছিলেন। ১২ বছরের ক্রিকেট কেরিয়ারে বাংলা দলের হয়ে তিনি অনেক অবদান রেখেছেন। রঞ্জি ট্রফিতেও বাংলার হয়ে তাঁর অবদান কম নয়।
অজয় বর্মার কেরিয়ার
১৯৮৬-৮৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অজয় বর্মার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৬৩ রান রয়েছে তাঁর নামে। পাশাপাশি তিনটি শতরানও করেছিলেন তিনি। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৪৬টি উইকেটও নিয়েছেন। ৫৬ রান দিয়ে ৬ উইকেট, প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তাঁর সেরা বোলিং পারফরমেন্স ছিল। ১৯৯৭-৯৮ এ তিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
আরও পড়ুনঃ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের লোয়ার বার্থ পাবেন কীভাবে? জেনে রাখুন
১৯৯১-৯২ সালে ৫০ ওভারের লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়েছিল অজয় বর্মার। ১৯৯৬-৯৭ সাল পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে তিনি খেলেন। লিস্ট এ ক্রিকেটে ১১ ম্যাচে ৩৪৩ রান করেছিলেন অজয় বর্মা। পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট।
আরও পড়ুনঃ এখনই কমছে না শীত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় হাড় কাঁপানো ঠান্ডা, আজকের আবহাওয়া
ক্রিকেট ছেড়ে কোচিং শুরু করেন অজয় বর্মা
ক্রিকেট থেকে অবসর নিলেও ২২ গজেই ছিলেন অজয় বর্মা। ক্রিকেট ছেড়ে কোচিং শুরু করেন তিনি। CAB-র ভীষণ ২০২৮ এর প্রকল্পে অজয় বর্মাকে কোচ করা হয়েছিল। তাঁর সান্নিধ্য পেয়েছিল বাংলার উঠতি ক্রিকেটাররা। অজয় বর্মার এমন আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছে সিএবিও।