শিশুদের আধার কার্ড নিয়ে স্বস্তি, নিয়ম সহজ করল UIDAI

Baal Aadhaar

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার ঘরেও কি ছোট সন্তান আছে? তাঁর আধার কার্ড বানাবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি এখন শিশুদেরও আধার কার্ড রাখা জরুরি হয়ে পড়েছে। এখন শিশুদের আধার কার্ড আপডেট করা সহজ এবং আরও সুবিধাজনক করার জন্য UIDAI একটি নতুন ব্যবস্থা চালু করেছে। এমনকি পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে।

বাল আধার কার্ড নিয়ে নয়া নিয়ম UIDAI-এর

৫ বছরের কম বয়সী শিশুদের এখন “বাল আধার” কার্ড দেওয়া হয়, যার রঙ নীল। শিশুদের আধার তাদের বাবা ও মায়ের আধার কার্ডের সাথে সংযুক্ত থাকে এবং ৫ বছরের কম বয়সী শিশুদের বায়োমেট্রিক্স নেওয়া হয় না। সেইসঙ্গে ৫ থেকে ১৫ বছর বয়সে শিশুদের বায়োমেট্রিক্স আপডেট করা বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে পাওয়া যায়।

আরও পড়ুনঃ বাংলার লোকাল ট্রেনেও বসছে কবচ! কোন কোন লাইনে? তালিকা দিল রেল

শিশুদের জন্য আধার তৈরির পদ্ধতি কী?

শিশুদের জন্য আধার কার্ড পাওয়া এখন আগের চেয়েও সহজ। অভিভাবকরা কেবল তাদের সন্তানকে নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্রে নিয়ে যান এবং প্রয়োজনীয় ফর্মগুলি পূরণ করুন। তালিকাভুক্তির সময় শিশুর জন্ম শংসাপত্র এবং পিতামাতার আধার কার্ড বাধ্যতামূলক। ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক নেওয়া হয় না, তবে তাদের আধার নম্বর পিতামাতার আধার নম্বরের ভিত্তিতে জারি করা হয়।

ঘরে বসে অনলাইন আপডেটের সুবিধা

নতুন নিয়ম অনুসারে, বাবা-মায়েরা এখন ঘরে বসেই তাদের সন্তানের আধার আপডেট করতে পারবেন। ছবি এবং ঠিকানা আপডেটের জন্য সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল (এসএসইউপি) পাওয়া যাবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট এখন ওটিপির মাধ্যমে করা যাবে। ১৫ বছরের বেশি বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

পরিচয়পত্র হিসেবে জন্ম সনদ, স্কুল আইডি অথবা পাসপোর্ট। ঠিকানার প্রমাণ হিসেবে অভিভাবকের আধার কার্ড, বিদ্যুৎ বিল, ভাড়া চুক্তি অথবা ব্যাংক স্টেটমেন্ট। সম্পর্কের প্রমাণের ক্ষেত্রে বাবা ও মায়ের নাম সম্বলিত জন্ম শংসাপত্র

আরও পড়ুনঃ নিপা ভাইরাসকে রুখতে মানতেই হবে এই নিয়ম, কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

আপডেট প্রক্রিয়ার সহজ ধাপ

  • UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং আধার রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
  • সন্তানের নাম, পিতামাতার মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন।
  • সন্তানের জনসংখ্যার বিবরণ পূরণ করুন এবং ‘ফিক্স অ্যাপয়েন্টমেন্ট’-এ ক্লিক করুন।
  • অ্যাপয়েন্টমেন্টের দিন, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফর্মের প্রিন্টআউট নিয়ে আধার কেন্দ্রে যান।
  • কেন্দ্রে নথিপত্র যাচাই করা হবে, এবং যদি শিশুটি ৫ বছর বা তার বেশি বয়সী হয়, তাহলে বায়োমেট্রিক্স আপডেট করা হবে।
  • এইভাবে, অভিভাবকরা সহজেই তাদের সন্তানদের আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন এবং ভবিষ্যতে যেকোনো সরকারি সুবিধার জন্য প্রস্তুত থাকতে পারবেন।

Leave a Comment