সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন প্রেমীদের জন্য বিরাট চমক নিয়ে আসলো অ্যামাজন। কারণ, সদ্য রিপাবলিক ডে সেল শুরু হয়েছে অ্যামাজনে। আর সেখানে 1 লক্ষ টাকার বেশি দামের iPhone 17 Pro এখন অর্ধেকের কাছাকাছি দামে মিলছে। হ্যাঁ, একাধিক ছাড় এবং ব্যাঙ্ক অফার মিলিয়ে এই প্রিমিয়াম ফোনটি মাত্র 85,700 টাকায় কেনা যাচ্ছে।
আসল দাম কত ছিল এই ফোনের?
আসলে ভারতে iPhone 17 Pro মডেলের অফিসিয়াল দাম 1,34,900 টাকা। কিন্তু রিপাবলিক ডের সেলে বিশেষ অফারের কারণেই এই দাম অনেকটাই কমানো হয়েছে। অ্যামাজন সেলে iPhone 17 Pro কিনলে একাধিক ধাপে ছাড় পাওয়া যাচ্ছে। প্রথমত, অ্যামাজন প্রাইম সদস্যরা সরাসরি 6500 টাকা ছাড় পাচ্ছে। এতে ফোনের দাম নেমে আসবে 1,28,400 টাকা। দ্বিতীয়ত, এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 3500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সঙ্গে যোগ হচ্ছে এক্সচেঞ্জ অফার। সব মিলিয়ে এই সমস্ত সুবিধা একসঙ্গে যোগ করলে iPhone 17 Pro এর দাম দাঁড়াচ্ছে মাত্র 85,700 টাকা।
iPhone 17 Pro এর গুরুত্বপূর্ণ ফিচার্স
ডিসপ্লে: এই ফোনটিতে রয়েছে 6.3 ইঞ্চির একটি LTPO Super Retina XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 3,000 nits পর্যন্ত। এদিকে Ceramic Shield 2 প্রটেকশন দেওয়া রয়েছে ফোনটিতে, যা আগের তুলনায় তিনগুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট।
প্রসেসর: এই ফোনটি নতুন প্রজন্মের Apple A19 Pro চিপসেটের উপর বেস করেই চলে, যার সঙ্গে 6-core CPU ও 6-core GPU থাকে। এছাড়া হার্ডওয়ার ভিত্তিক Ray Tracing সাপোর্ট দেওয়া রয়েছে এবং গেমিং পারফর্মেন্সের জন্য 16-core Neural Engine থাকছে।
ক্যামেরা: ফোনটিতে ট্রিপল 48MP ক্যামেরা সেটআপ রয়েছে। এদিকে মেইন ক্যামেরাতে সেন্সর তো থাকছেই। সাথে আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হচ্ছে। আর টেলি ফটো লেন্স থাকছে, যেটি 8x অপটিক্যাল কোয়ালিটি কোয়ালিটি জুম করতে পারবে। পাশাপাশি সামনের দিকে 18MP ক্যামেরা রয়েছে।
ব্যাটারি এবং চার্জিং: ফোনটিতে 4,000mAh ব্যাটারি থাকবে। ফলে একবার চার্জ দিলে একদিনের বেশি ব্যাকআপ দেবে। এমনকি ওয়ারলেস চার্জিং সাপোর্ট রয়েছে 25 ওয়াট পর্যন্ত।
রঙের বিকল্প: ফোনটি মূলত Cosmic Orange, Deep Blue এবং Silver তিনটি রংয়ের বিকল্পে বাজারে এসেছে। বিশেষ করে Cosmic Orange ভেরিয়েন্ট এখন বেশি চলছে।
আরও পড়ুন: তৃণমূলের পোষা গুন্ডারাই সাংবাদিককে মেরেছে, মালদায় বেলডাঙা নিয়ে মুখ খুললেন মোদী
অতিরিক্ত ফিচার্স: ধামাকাদার এই ফোনটিতে iOS 26 ও Apple Intelligence, নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন, অ্যাকশন বাটন, Wi-Fi 7 সাপোর্ট, ProRes RAW ভিডিও রেকর্ডিং এর মতো সব ফিচার্স রয়েছে, যা আইফোন প্রেমিদের জন্য বিরাট আকর্ষণ।
তাই যদি আপনিও আইফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন, বিশেষ করে আপগ্রেড ভার্সন চাইছেন বা iPhone 17 Pro নিতে চান, তাহলে রিপাবলিক ডের এই সেল মোটেও মিস করবেন না। কারণ, এরকম সুযোগ হয়তো ভবিষ্যতে আর আসবে না।