দুই সন্তানকে নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’, পাত্র …

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্তানদের নিজের কাছে আগলে রাখতে এক বাঙালি মা লড়াই করেছিলেন নরওয়ে সরকারের সঙ্গে। দীর্ঘ লড়াইয়ের শেষে সেই কাজে সফলও হয়েছিলেন তিনি। এমনকি তাঁর এই লড়াই নিয়েও তৈরি করা হয়েছিল সিনেমা। আর এবার “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে” -সিনেমার বাস্তবের মিসেস চ্যাটার্জি সাগরিকা চট্টোপাধ্যায় দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন।

দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সাগরিকা!

জানা গিয়েছে, কলকাতার বিরাটিতে দুই সন্তানকে সঙ্গে নিয়ে পরিবারে বড়দের আশীর্বাদ নিয়ে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাগরিকা চট্টোপাধ্যায়। পাত্র হলেন প্রশান্ত। মহা আড়ম্বরে বিশেষ কয়েকজন মানুষ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে মেতে উঠেছিল বিয়ের সন্ধ্যা। এদিন হালকা গয়নার সাজে এবং মেরুন লেহেঙ্গায় অপরূপ সুন্দর লাগছিল বাস্তবের মিসেস চ্যাটার্জীকে। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দা কারাট।

উপস্থিত ছিলেন বৃন্দা কারাট

এদিন সেই বিবাহ অনুষ্ঠানে সাগরিকা এবং প্রশান্তর কোর্ট ম্যারেজের সাক্ষী হয়েছিলেন বৃন্দা কারাট। তার জন্য সইও করেছিলেন। খুবই স্মরণীয় মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছিল তাঁদের। অন্যদিকে নরওয়ে প্রশাসনের সঙ্গে ‘মিসেস চ্যাটার্জী’র লড়াই কারও অজানা নয়। দুই সন্তানকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য যখন লড়াই চলছিল সেই সময় প্রথম স্বামী অনুরূপ ভট্টাচার্য বিস্ফোরক দাবি করেছিলেন। স্ত্রীর বিরুদ্ধে অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘বিয়ের পর জোর করে আমাকে’, হাইকোর্ট খোরপোশের রায় দিতেই শামিকে নিয়ে বিস্ফোরক হাসিন

যদিও সেই সময় কাগজে কলমে বিচ্ছেদ না হলেও আলাদাই থাকতেন তাঁরা। তবে সেক্ষেত্রে সাগরিকার কাছে এসব মূল্যহীন হয়ে পড়েছিল। তাঁর একটাই লক্ষ্য ছিল যে করেই হোক তাঁর দুই সন্তানকে নিজের কাছে নিয়ে আসা। অবশেষে বাচ্চাদের নিজের কাছে পেয়ে আইনি পথে বিচ্ছেদ হয়েছে তাঁদের। এরপর নতুন করে জীবন শুরুর স্বপ্ন দেখেন সাগরিকা।

Leave a Comment