অ্যাডাল্ট স্টারের সাথে ছবি দিয়ে শিরোনামে! কে এই অসমের ‘বেবি ডল’ অৰ্চিতা ফুকন?

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে কে কখন ভাইরাল হয়ে ওঠে, তাও বলা মুশকিল। আর ঠিক তেমনই হয়েছে আসামির এক তরুণীর সঙ্গে। হ্যাঁ, তার নাম অৰ্চিতা ফুকন। কিছু ছবি আর গুঞ্জনের মাধ্যমেই আলোচনা শিরোনামে তিনি। কিন্তু কে এই অর্জিতা ফুকন? হঠাৎ কেন এত চর্চায়? চলুন জেনে নিই পুরো গল্পটি। 

এক ছবিতেই রাতারাতি ভাইরাল

সম্প্রতি অৰ্চিতা ফুকনে নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে। সেখানে  তাকে দেখা গিয়েছে আমেরিকান অ্যাডাল্ট স্টার কেন্ড্রা লাস্টের সঙ্গে। আর মুহূর্তের মধ্যেই সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়, কে এই মেয়েটি? কেন্ড্রা লাস্টের সঙ্গে তার কী সম্পর্ক?

এমনকি এই ছবিকে কেন্দ্র করে কেউ কেউ বলতে শুরু করে যে, এই মেয়েটি কি তাহলে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে পা রাখলেন? কেউ কেউ আবার একধাপ এগিয়ে তাকে ইন্ডিয়ান কেন্ড্রা বলেও ডাকতে শুরু করে দেন। তবে বাস্তবতা বলছে গল্পটি আলাদা। 

কে এই অৰ্চিতা ফুকন?

খোঁজ নিয়ে জানা গেল, অৰ্চিতা ফুকনে আসামের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বর্তমানে তার ইনস্টাগ্রামে 8 লক্ষের বেশি ফলোয়ার হয়েছে। তিনি মোটামুটি Babydoll Archie নামেই পরিচিত। ঝলমলে ফ্যাশন স্টাইল আর গ্ল্যামারাস লুকের জন্য তরুণ প্রজন্মের ক্রাশ বললেও কিছু কমতি হবে না।

আরও পড়ুনঃ ২০২৫ সালে কবে পড়ছে বিশ্বকর্মা পুজো? দেখুন দিনক্ষণ, তিথি-নক্ষত্র এবং নিয়মকানুন

তবে অৰ্চিতা ফুকনের আরেকটি ভালো লাগার জায়গা রয়েছে। আর তা হল ক্রিকেট। তিনি একজন ক্রিকেটপ্রেমী। আর এবারের আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থক ছিলেন বলেই জানা যাচ্ছে। আর আশ্চর্যভাবে এ বছরই আরসিবি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়।

তবে ভাইরাল হওয়া ছবির পর অৰ্চিতা ফুকন নিজেই এই গুঞ্জনের জবাব দিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, এই সমস্ত গুজব শুধুমাত্র এক সাক্ষাতের কারণেই। মানুষ এত দ্রুত বিচার করে বসে, তা ভাবলেও অবাক লাগে। তিনি আরো বলেন, আমি কিছু স্বীকারও করছি না, আবার কিছু অস্বীকারও করছি না। সবাই স্বাধীন, যে যা খুশি ভাবতে পারে। তবে মনে রাখবেন, গুজবগুলি মানুষের কানে আগে আসে। সত্য অনেক দূরে থাকে।

Leave a Comment