প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি মাত্র আর কয়েক মাস। বছর ঘুরলেই আসতে চলেছে বিধানসভা নির্বাচন। তাইতো তার আগেই রাজ্যে একাধিক ক্ষেত্রে উন্নয়নের দিকে নজর রেখেছে প্রশাসন। সাধারণ মানুষের সুবিধার্থে যে সকল প্রকল্প গুলি চালু করা হয়েছিল সেই সকল প্রকল্পগুলির উন্নয়নের পাশাপাশি শিল্প এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও নজর রেখেছে রাজ্য সরকার। আর এই আবহেই রাজ্যের শিল্প ব্যবস্থা নিয়ে নয়া সুখবর দিল মন্ত্রী শশী পাঁজা। শিল্প ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে এবার রাজ্যের সঙ্গে গাঁটছড়া বাঁধল ADB।
উন্নয়নের শিখরে রাজ্যের শিল্প ব্যবস্থা
সম্প্রতি শিল্পমন্ত্রী শশী পাঁজা শিল্পে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন যে, এইমুহুর্তে রাজ্যে ১.৩৩ লক্ষ কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল তাতে ১.৮০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে এই শিল্প ব্যবস্থায়। যার মধ্যে রয়েছে ইস্পাত, তেল-গ্যাস, অ্যালুমিনিয়ামের মতো ক্ষেত্র।
এমনকি রাজ্যের তথ্যপ্রযুক্তি শিল্পতালুক বেঙ্গল সিলিকন ভ্যালিও রয়েছে সেই তালিকায়। এছাড়াও ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের ক্ষেত্রে ৯০ লক্ষের বেশি শিল্প সংস্থা রয়েছে রাজ্যে। তাতে প্রায় ১.৩০ কোটি মানুষ কাজ করেন।”
রাজ্যের সঙ্গে হাত মেলাতে চলেছে ADB
অন্যদিকে এদিন শিল্পমন্ত্রী শশী পাঁজা আরও জানান যে, বাংলার শিল্প উন্নয়নের সার্বিক বিকাশ ঘটাতে এগিয়ে এসেছেন ADB অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। সকল শিল্প সংস্থার উন্নয়নের লক্ষ্যেই আর্থিক ধার দিতে চলেছে এই সংস্থা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ছ’টি শিল্প করিডর তৈরির জন্য মোট ৩৪৮৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে।
এদিকে এই ৬ টি করিডরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে খরচ হতে চলেছে ৪৩,৬২৪ কোটি টাকা। বাকি প্রায় ৪০,০০০ কোটি খরচ করবে রাজ্য। পরিকল্পনা মতে যদি ছ’টি শিল্প করিডর তৈরি হয়, তাহলে বাংলার শৈল্পিক ছবি বদলে যাবে। এবং দেশের মধ্যে এই রাজ্য এক অন্য ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সাঁইথিয়ায় তৃণমূল নেতার মাথায় গুলি! দুই মহিলা সহ গ্রেফতার তিন
অন্যদিকে, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা নিয়ে প্রায় দু’বছর ধরে কেন্দ্র-রাজ্য টানাপড়েন অব্যাহত। অবশেষে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কেন্দ্রের হাত ছাড়িয়ে বিশ্বব্যাঙ্কের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘বিশ্বব্যাঙ্কের অর্থসাহায্যে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ‘উন্নত স্বাস্থ্য’ নামে একটি নতুন প্রকল্প শুরু হতে চলেছে। যার ৭০ শতাংশ অর্থ দেবে বিশ্বব্যাঙ্ক, বাকিটা রাজ্য। এর জন্য বিশ্বব্যাঙ্ক ৪ হাজার কোটি টাকা দেবে বলেও জানিয়েছে।’’