১৫ বলে ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন স্টার্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের কব্জির জোর দেখিয়েই নতুন রেকর্ড তালুবন্দি করলেন এই অজি মহাতারকা। আসলে, ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ঝড়ের গতিতে 5 উইকেট তুলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার অবিস্মরণীয় রেকর্ড গড়লেন স্টার্ক।

ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে স্টার্কের বড় কীর্তি

সদ্য ওয়েস্ট ইন্ডিজ বাহিনীকে পরাস্ত করে স্যাবিনা পার্কে জয়ের পতাকা গেড়েছে অজিরা। 176 রানের বড় ব্যবধানে জিতে 3-0 তেই রাস্টন চেজের দলকে ফিরতি পথ দেখিয়েছে ক্রিকেটের সুপার পাওয়ার হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া। আর সেই আসরে টেস্টের দ্বিতীয় ইনিংসে লাগাতার প্রতিপক্ষের উইকেট ভেঙে বড় রেকর্ড গড়লেন স্টার্ক।

বলে রাখি, তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 15 বলেই ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট তুলে নেন স্টার্ক। যার জেরে বিশ্ব টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফের ভক্তদের চমকে দিলেন অজি তারকা।

বলা বাহুল্য, অস্ট্রেলিয়ান মহা তারকা এই রেকর্ড গড়েছেন 100তম টেস্ট ম্যাচে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়ার টেস্টের হাত ধরে দ্রুততম পাঁচ উইকেট নেওয়া বোলারের পাশাপাশি অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে 400 টেস্ট উইকেট এর মালিক হয়েছেন স্টার্ক। যা এখনও করে দেখাতে পারেননি বিশ্বের বহু নামকরা পেসার।

স্টার্কের হাতে বধ হয়েছেন 6 তারকা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় দিনের শুরুটা একেবারে শক্ত হাতে করেছিলেন স্টার্ক। প্রতিপক্ষকে জব্দ করতে বল হাতে একেবারে ক্যারিবিয়ানদের লাইনাপে সজোরে আঘাত করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এদিন, ইনিংসের প্রথম বলেই তাঁর হাতে বধ হন জন ক্যাম্পবেল। এরপরই ওই একই ওভারে আরও দুই ব্যাটসম্যান কেভলন অ্যান্ডারসন ও ব্র্যান্ডন কিংকে মাঠছাড়া করেন স্টার্ক।

অবশ্যই পড়ুন: বারাসত নয়, কল্যাণীতে হবে ডার্বি! নির্ধারিত হল মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচের ভেন্যু

এদিন, 14 জুলাই, ওয়েস্ট ইন্ডিজ শিবিরে একেবারে বিপর্যয় ডেকে এনেছিলেন স্টার্ক। তৃতীয় দিনে 0 রানে প্রথম ওভারেই 3 উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ। টেস্টের তৃতীয় দিনে 0 রানে 3 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের এমন দশা ছিল বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠবারের মতো। প্রতিপক্ষের দুর্গ ভেঙে প্রথম ওভারে 3 উইকেট নেওয়ার পর স্টার্ক তাঁর দ্বিতীয় ওভারে বল করতে এসে মিকাইল লুইসকে এলবিডব্লিউ করেন।

যা ছিল অজি তারকার কেরিয়ারের 400তম উইকেট। তবে পঞ্চম উইকেট নিতে বেশি সময় লাগেনি স্টার্কের। মাত্র দুই বল পরই সাই হোপকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি। তবে মাত্র 15 বলে পাঁচ উইকেট নিয়েই থেমে থাকেননি স্টার্ক। ফাইফারের পরও একেবারে শেষ লগ্নে পৌঁছে জেডেন সিলসের উইকেট ভেঙে নিজের ষষ্ঠ উইকেট পূরণ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার মুখে জয়ের স্বাদ তুলে দেন তিনি।

Leave a Comment