বিক্রম ব্যানার্জী, কলকাতা: এজবাস্টনে জয়ের পর লর্ডসের মাটিতে হারের সরণিতে ফিরেছিল ভারতীয় দল। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে চতুর্থ টেস্টে জীবন বাজি রেখে লড়বেন শুভমন গিলরা! কেননা, এই মুহূর্তে সিরিজের যা অবস্থা তাতে ম্যানচেস্টার টেস্ট ভারতের কাছে ডু অর ডাই। ইতিমধ্যেই দুটি টেস্ট জিতে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
কাজেই, লড়াইয়ে টিকে থাকতে হলে জয় দিয়েই ময়দানের মাটি আঁকড়ে ধরতে হবে। বিগত দিনগুলি সে কথা বুঝেই চতুর্থ টেস্টের প্রস্তুতি নিচ্ছে ভারত। এমতাবস্থায়, বারবার প্রশ্ন উঠছে, ম্যানচেস্টারে ঠিক কোন একাদশ নিয়ে নামবে টিম ইন্ডিয়া? সূত্রের খবর, গত টেস্টে হারের পরই খুব সম্ভবত একাদশ বদলের সিদ্ধান্ত নিচ্ছে ম্যানেজমেন্ট। আর সেই সূত্র ধরেই, জায়গা পেতে পারেন এক বড় তারকা।
ব্যাটিং অর্ডারে বদল
এর আগে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তোলার সাহস ছিল না কারোরই। তবে খেলাটা লর্ডসের ময়দানে গড়াতেই, হঠাৎ যেন ভারতীয় দলের সেই ব্যাটিং দক্ষতা উধাও হয়ে যায়। তৃতীয় টেস্টে পা দিয়েই ধীরে ধীরে দুর্বল হতে থাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ। ব্যর্থতার রোগ ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকে এমন ভাবে গ্রাস করেছিল যে, তৃতীয় টেস্টের শেষ ইনিংসে তা পুরোপুরি খোলসা হয়ে যায়। এদিন ভারতের হয়ে কার্যত একার হাতে লড়াই দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।
কাজেই, বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে চতুর্থ টেস্টে ব্যাটিং অর্ডার বদলের চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট। তবে সূত্রের যা খবর, চতুর্থ মহারণে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলতে হয়তো ব্যাটিং অর্ডারে মাত্র একটি বদলই আনতে পারে ম্যানেজমেন্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে, দীর্ঘ 8 বছর পর ভারতীয় টেস্ট দলের সুযোগ পাওয়া করুণ নায়ারকে বিশ্রামে পাঠিয়ে তাঁর বদলে সাই সুদর্শনকে জায়গা দেওয়া হতে পারে। মূলত ব্যর্থতার কারণেই করুণকে নিয়ে বিশেষ আশা নেই টিম মানেজমেন্টের।
খেলবেন বুমরাহ?
বহু আগেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের বদলে 3টিতে খেলবেন জসপ্রীত। সেই মতোই প্রথম টেস্টে আসর জমানোর পর দ্বিতীয় টেস্টে দেখা মেলেনি তাঁর। জানা যায়, খেলোয়াড়ের ওয়ার্ক লোডের কারণে তাঁকে এক টেস্টের পর বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তবে গম্ভীরের কথা অনুযায়ী, তিন টেস্ট অর্থাৎ এরপর পঞ্চম টেস্টে নামার কথা বুমরাহর।
তবে, ভারতীয় দলের বহু কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তন হেড কোচ গ্যারি কার্স্টেন বলছেন, ইংল্যান্ড যদি শেষ পর্যন্ত চতুর্থ টেস্ট জিতে যায় সে ক্ষেত্রে শেষ টেস্টে বুমরাহকে আর কী কাজে লাগবে? তাঁকে চতুর্থ টেস্টে খেলানোর আবেদন জানিয়েছেন তিনি। এছাড়া অনেকেই ম্যানচেস্টার টেস্টে ভারতীয় দলের লাভের কথা ভেবে বুমরাহকে রাখতে বলছেন। মনে করা হচ্ছে, হয়তো দলের স্বার্থে চতুর্থ টেস্টে থাকবেন জসপ্রীত।
চতুর্থ টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, জসপ্রীত বুমরাহ, ও মহম্মদ সিরাজ।
অবশ্যই পড়ুন: প্রশান্ত মহাসাগরে শক্তি বৃদ্ধিই লক্ষ্য, লাক্ষাদ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়ছে ভারত
উল্লেখ্য, বেশ কয়েকটি সূত্র দাবি করছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বোলিং আক্রমণকে কিছুটা ভিন্নরূপ দিতে হয়তো ভারতীয় দলের একাদশে রাখা হতে পারে তারকা স্পিনার কুলদীপ যাদবকে।