বলিউডের নয়া সুপারস্টার!! প্রথম ছবিতেই ২৫ বছরের রেকর্ড ভেঙে দিলেন স্টারকিড অহন

সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের এক নতুন নাম অহন পান্ডে। হ্যাঁ, বর্তমানে আলোচনার শিরোনামে তিনি। তারকা-খচিত পরিবার থেকে উঠে আসা এই অভিনেতা নিজের প্রথম ছবিতেই বাজিমাত করে ফেললেন, যা সচরাচর দেখা যায় না।  যশরাজ ফিল্মস ও জনপ্রিয় পরিচালক মোহিত সুরি’র যৌথ প্রয়াসে নির্মিত রোমান্টিক ছবি সাইয়ারা (Saiyaara) গত 18 জুলাই মুক্তি পেয়েছে। আর মুক্তির দিনই এই ছবি যা কীর্তি ঘটাল, তা বলিউডে এক কথায় ঝড় ওড়ানোর মতো।

প্রথম দিনেই বক্স অফিসে 20 কোটির গণ্ডি পার

যেখানে বড় বড় বাজেটের অ্যাকশন সিনেমাও প্রথম দিনে বাজারে সেরকম দাঁড়াতে পারে না, সেখানে এই রোমান্টিক ছবিটি প্রথম দিনেই 20.13 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, যা গত 25 বছরের বলিউড জগতে রোমান্টিক ঘরানার ছবির ইতিহাসে বিরল ঘটনা।

ছবিটি প্রথম দিন সারা দেশের 8000-এর বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং 18,000-এর বেশি শো চালানো হয়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। বহু সিনেমা হলে দর্শকদের গান গাইতে গাইতে নাচতে দেখা গিয়েছে। এমনকি সেই সমস্ত ভিডিও ইতিমধ্যে ভাইরাল।

অভিনয়েও চমক

বলে রাখি, অহন পান্ডে অভিনেতা চাঙ্কি পান্ডের ভাগ্নে। এই ছবিতে সাইয়ারা নামক চরিত্রে তিনি অভিনয় করেছেন। ওদিকে প্রথম ছবিতেই অভিনেত্রী অনীত পাড্ডা, যিনিও পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। ছবির প্রতিটি দৃশ্যেই অহনের সাবলীলতা আর চোখ-মুখে আবেগের প্রকাশ ভক্তদের মনে গেঁথে গিয়েছে। অনেকেই বলছে যে, এই ছেলে একদিন বড় কিছু করে ফেলবে!

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে চাপ দিয়ে বাড়ল সোনার দাম, রুপো নিয়ে সুখবর! আজকের রেট

প্রসঙ্গত, সাইয়ারা’র অন্যতম আকর্ষণ এর গান। একাধিক রোমান্টিক ট্র্যাক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং। বিশেষ করে সিনেমা চলাকালীন হলে দর্শকদের গলা মিলিয়ে গান গাওয়ার মুহূর্তগুলি বহুদিন পর দেখা গেল। ‘তেরা ছায়া হু ম্যায়’ এবং ‘সাইয়ারা রে’, এই দুটি গান এখন ইন্টারনেট কাঁপিয়ে বেড়াচ্ছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই হাজার হাজার রিলস বানানো হয়ে গিয়েছে এই গানগুলি দিয়ে।

এদিকে সিনেমা বিশেষজ্ঞরা বলছে, অহন পান্ডে এবং মোহিত সুরির এই ছবি করোনা পরবর্তী সময়ে বলিউডকে আবারও নতুন করে দাঁড় করিয়েছে। এই ছবি প্রমাণ করছে যে, ভালো গল্প আর সঠিক আবেগ দিয়ে যদি দর্শকদের মধ্যে সংযোগ ঘটানো যায়, তাহলে সাফল্য নিয়ে পিছনে ফিরে তাকাতে হয় না।

Leave a Comment