ব্যাঙ্কে লাইন দিয়ে দৌড়ঝাঁপের দিন শেষ, এবার UPI-র মাধ্যমেই মিলবে লোন

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ঋণ নেওয়ার ধরন বদলে যাচ্ছে। কারণ আগের মত আর ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার ঝামেলা পোহাতে হবে না। এবার থেকে ফিক্সড ডিপোজিট, সোনা, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, প্রপাটি গ্যারান্টি থেকেই লোন নেওয়া যাবে, তাও সরাসরি ইউপিআই-র মাধ্যমে (Loan Via UPI)। ভাবছেন কীভাবে? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।

UPI-র ঋণের টাকায় কী কী করা যাবে?

ET-র এক রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে, 2025 সালের আগস্ট মাস থেকে এই নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। NPCI এক বিজ্ঞপ্তিতে এই কথা আগেই জানিয়ে দিয়েছে। আগে ইউপিআই-এর মাধ্যমে শুধুমাত্র ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করা যেত, তাও যদি অ্যাপ্রুভ লোন হত। কিন্তু এখন থেকে আপনি ক্যাশ টাকা তুলতে পারবেন। পাশাপাশি এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছেও টাকা পাঠাতে পারবেন। এমনকি ছোট ব্যবসায়ীদের কাছেও লেনদেন করতে পারবেন।

যেমন আপনি যদি ব্যবসা চালানোর জন্য ব্যাঙ্ক থেকে কোন লোন নিয়ে থাকেন, এবার সেই টাকা থেকে এখন যদি কোন কন্ট্রাক্টরকে 2 লক্ষ টাকা দিতে চান, তাহলে ব্যাঙ্কে গিয়ে আর এই NEFT বা IMPS করতে হবে না। আগামী আগস্ট মাস থেকে সরাসরি সেই লোন অ্যাকাউন্টকেই ইউপিআই-র মাধ্যমে লিংক করে আপনি PhonePe বা Paytm-র মতো অ্যাপ দিয়ে অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।

কোন কোন অ্যাকাউন্ট UPI-তে আসবে?

আগে শুধুমাত্র ওভারড্রপ অ্যাকাউন্ট বা RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমেই এই সুবিধা চালু ছিল। তবে এবার আরও দশটি অ্যাকাউন্ট এই তালিকায় যুক্ত করা হচ্ছে। আর সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—ফিক্সড ডিপোজিটের উপর ঋণ, শেয়ার ও বন্ড, প্রপার্টির উপর ঋণ, গোল্ডেন লোন, পার্সোনাল লোন, বিজনেস লোন ইত্যাদি।

তবে হ্যাঁ, ঋণ থেকে টাকা খরচ করা যাবে না। কারণ NPCI-র নির্দেশিকা বলছে, ঋণের উদ্দেশ্যে অনুযায়ী ইউপিআই-তে লেনদেন করতে হবে। মানে ব্যাঙ্ক থেকে আপনি যে উদ্দেশ্যে লোন নিচ্ছেন, ইউপিআই-তেও সেই উদ্দেশ্য নিয়ে টাকা নিতে হবে। উদাহরণ হিসেবে যদি আপনি গোল্ড ব্যাক লোন নিয়ে থাকেন এবং সেটি নেওয়ার কারণ যদি চিকিৎসার খরচ হয়, তাহলে আপনি সেই টাকা দিয়ে ইউপিআই-তে হাসপাতালের বিল মেটাতে পারবেন।

কত টাকা পর্যন্ত অনুমতি মিলবে?

প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি P2P ও P2M লেনদেন করতে পারবেন। ক্যাশ উইথড্রয়ের জন্য দৈনিক লিমিট রয়েছে এবার 10,000 টাকা এবং একদিনে সর্বোচ্চ 20টি P2P লেনদেন করা যাবে। তবে এই সীমা NPCI ঠিক করে দিলেও ব্যাঙ্ক নিজের নিয়ম অনুযায়ী আরো নিয়ম চালু করতে পারে। তাই সঠিক তথ্য জানার জন্য অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুনঃ Hero, Ola, TVS সবাইকে টক্কর দিতে ২৮ জুলাই আসছে নতুন ইলেকট্রিক স্কুটি

তবে এই বিশেষ পদক্ষেপকে ভারতীয় ফিনটেক ব্যবস্থার বিপ্লব হিসেবে দেখা হলেও, কিছু কিছু জটিলতা থেকে যাচ্ছে। কারণ প্রথমত, একেক ব্যাঙ্কে একেক রকম নিয়ম হতে পারে। দ্বিতীয়ত, আপনার লোনের উদ্দেশ্য এবং আপনার ইউপিআই খরচের ধরন মিলছে কিনা, তা প্রতিবার যাচাই করতে হবে। এর পাশাপাশি অনেক গ্রাহক জানবেনই না যে, কোন লোন অ্যাকাউন্টে কোন MCC ব্যবহার করতে হবে।

Leave a Comment