সৌভিক মুখার্জী, কলকাতা: রিজার্ভেশন টিকিট পাওয়া মানে এখন যুদ্ধের সমান! বিশেষ করে যখন সময় কম থাকে, আর হাতে টিকিট থাকে না। এমতাবস্থায় যাত্রীদের ভরসা হয়ে দাঁড়াল এমার্জেন্সি কোটা। এতদিন ধরে এই কোটার সুবিধা সীমিত কিছু মানুষ পেত। যেমন ভিআইপি যাত্রী, রেল কর্মী বা জরুরী চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন যাত্রীরা। তবে এবার সেই নিয়মে এল বিরাট পরিবর্তন।
ভারতীয় রেলওয়ে (Indian Railways) তাদের টিকিট বুকিং সিস্টেমে বিরাট বদল আনল। হ্যাঁ, নতুন নিয়ম অনুযায়ী এমার্জেন্সি কোটার টিকিট আগের দিনেই বুকিং করতে হবে। অর্থাৎ, এখন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে গিয়ে আর রিকুয়েস্ট করে এমার্জেন্সি টিকিট পাওয়া যাবে না। সময়ের আগেই আবেদন করলে মিলবে এই টিকিট।
কেন আনা হল এই বদল?
সম্প্রতি রেল মন্ত্রক জানিয়েছে, অতীতে শেষ মুহূর্তের অনুরোধে চার্ট প্রস্তুত করতে ঝক্কি পোহাতে হত। ফলে যারা ওয়েটিং লিস্টে থাকত, তাদের টিকিট কনফার্ম হত না। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রেই এমার্জেন্সি কোটার অপব্যবহার করা হত। আর এই সমস্ত সমস্যার সমাধান করতেই রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন ছাড়ার 8 ঘণ্টা আগে চার্ট তৈরি করতে হবে, আর সেই সঙ্গে এমার্জেন্সি কোটার টিকিট বুকিং-এর নিয়মেও আনা হয়েছে পরিবর্তন।
কখন, কীভাবে আবেদন করতে হবে?
নতুন নিয়ম অনুযায়ী, রাত 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত ছাড়ার যে সমস্ত ট্রেন রয়েছে, সেই ট্রেনের এমার্জেন্সি কোটা বুকিং-এর আবেদন ঠিক আগের দিন দুপুর 12টার মধ্যে করতে হবে। পাশাপাশি দুপুর 2:01 মিনিট থেকে রাত 11:59 মিনিট পর্যন্ত ছাড়ার ট্রেনের ক্ষেত্রে আবেদন করতে হবে আগের দিন বিকেল 4টের মধ্যে।
উল্লেখ্য, রবিবার বা সরকারি ছুটির দিন থাকলে তার আগের পূর্ণ কর্মদিবাসে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে হবে। নাহলে আর টিকিট পাওয়া যাবে না। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যেদিন ট্রেন ছাড়বে, সেদিন এমার্জেন্সি কোটার আবেদন করলে আর গ্রহণযোগ্য হবে না।
আরও পড়ুনঃ ‘দেশভক্ত হন’, গাজা নিয় প্রতিবাদের অনুমতি চাওয়া CPIM-কে পাঠ পড়াল হাইকোর্ট
কাদের জন্য এই কোটা?
বলে দিই, এই কোটার সুবিধা মূলত কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই দেওয়া হয়। হ্যাঁ, ভিআইপি যাত্রী, রেল অফিসার, জরুরি চিকিৎসার জন্য ভ্রমণকারী কোনো যাত্রী বা সরকারি বিশেষ প্রয়োজনে যাত্রার দরকার পড়লে তাদেরকে এই টিকিট দেওয়া হয়। কিন্তু এখন থেকে সময় মতো আবেদন করলে সাধারণ যাত্রীরাও এই কোটার সুবিধা পেতে পারে, যদি উপযুক্ত কারণ দেখানো যায়।