ছেলের গৃহশিক্ষকের সাথে পগারপার দুই সন্তানের মা! ১ বছর ধরে খুঁজছেন স্বামী

সহেলি মিত্র, কলকাতাঃ এও সম্ভব! শেষমেশ কিনা সন্তানের গৃহশিক্ষকের সঙ্গে পালালেন মা! আর তাঁকে খুঁজে পেতে পুলিশের দুয়ারে দুয়ারে হন্যে হয়ে ঘুরছেন স্বামী! হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাঁকুড়া থেকে এমনই একটি ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। গোটা বিষয়ে আরও জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গৃহশিক্ষকের সঙ্গে উধাও মহিলা!

আজ কথা হচ্ছে বাঁকুড়ার গোপালচন্দ্র দাসকে নিয়ে। তাঁর স্ত্রী সন্তানের গৃহশিক্ষকের সঙ্গে উধাও হয়ে গিয়েছেন। এই ঘটনার কেটে গিয়েছে প্রায় এক বছর। তারপরেও স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া ব্যক্তি। ঘুরে বেরাচ্ছেন জেলায় জেলায়। এমনকি বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গেও যোগাযোগ রাখছেন গোপালবাবু।

শুধু স্ত্রীই উধাও হননি, দুই সন্তানও উধাও। বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া এলাকার গোপালচন্দ্র দাস জানিয়েছেন, গৃহশিক্ষকদের সঙ্গেই পালিয়েছে তাঁর স্ত্রী। সঙ্গে দুই সন্তানকেও নিয়ে গিয়েছেন। অথচ দুজনের কিন্তু প্রেম করেই বিয়ে। বাড়ির অমতে গিয়ে দুজনে বিয়ে করেছিলেন। বিয়ের প্রায় এক দশক পেরিয়ে গিয়েছে। তারপরেও স্ত্রী যে এরকম কান্ড ঘটাবেন তা তাঁর কল্পনার বাইরে ছিল।

আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে বিশ্বস্ত ও সেরা নেতার তালিকায় ১ নম্বরে নরেন্দ্র মোদী, বহু পিছিয়ে ট্রাম্প

প্রথমে ভেবেছিলেন স্ত্রী হয়তো নিজের বাপের বাড়ি নবদ্বীপে গিয়েছেন। সেখানেও গিয়ে দেখেন স্ত্রী নেই। উল্টে শ্বশুরবাড়ির লোক দ্বিতীয় বিয়ে করার উপদেশ দেন। এরপর আর কোনও উপায় না দেখে শেষমেষ কৃষ্ণনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন গোপালবাবু। স্ত্রীকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য চেয়েছেন তিনি।

বাপের বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী!

২০১৩ সালে ডিসেম্বর মাসে নবদ্বীপের যুবতী নয়ন বিশ্বাসের সঙ্গে আলাপ হয় গোপালের। সেই আলাপ প্রেমে পরিণত হতে সময়ে নেয় না। দু’জনে বিয়েও করে ফেলেন। তাঁদের দুই সন্তান হয়। মেয়ের বয়স ১০ বছর। ছেলের বয়স আট বছর। এরপর তাঁদের দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন নয়ন। সেখানে তাঁদের সন্তানকে পড়াতেন স্থানীয় গৃহশিক্ষক রাজীব বসু। গোপালের অভিযোগ, ২০২৪ সালের ৫ জানুয়ারি তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে ওই গৃহশিক্ষক অন্য রাজ্যে নিয়ে চলে যান। তারপর থেকে স্ত্রীকে খুঁজে বেরাচ্ছেন ব্যক্তি।

Leave a Comment