UPI থেকে LPG, ব্যাঙ্কিং নিয়ম! ১ আগস্ট থেকে বদলে গেল একগুচ্ছ নিয়ম

Rules Change

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম (Rules Change)। আর 1 আগস্টেও লাগু হয়েছে নতুন সব নিয়ম। হ্যাঁ, ইউপিআই থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন, সবই হয়েছে আজ। 

আর এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন বাজেটের উপরে প্রভাব ফেলবে। এরকম পরিস্থিতিতে আগেভাগেই জেনে নেওয়া উচিৎ, কী কী পরিবর্তন আসল এবং সেগুলোর সঙ্গে কীভাবে খাপ মানিয়ে নেওয়া যাবে।

ইউপিআই লেনদেনে পরিবর্তন

আজ অর্থাৎ 1 আগস্ট থেকে ইউপিআই লেনদেনে বিরাট পরিবর্তন এসেছে। হ্যাঁ, এবার থেকে আপনি দিনে মাত্র 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন, আর 25 বার ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দেখতে পারবেন। আগে এর কোনো লিমিট ছিল না। পাশাপাশি ইএমআই, মিউচুয়াল ফান্ড, এসআইপি-এর মতো অটো-পে ইউপিআই লেনদেন এখন শুধুমাত্র নন-পিক আওয়ারেই সম্পন্ন হবে। 

প্রসঙ্গত, এবার থেকে যদি ইউপিআই পেমেন্ট ব্যর্থ হয়, তাহলে মাত্র তিনবার চেক করার সুযোগ পাবেন। আর প্রতিবার চেক করার জন্য অন্তত 90 সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে। শুধু তাই নয়, এবার টাকা পাঠানোর আগে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, সেই নাম দেখতে পাবেন, যাতে ভুল পেমেন্ট এড়ানো যায়।

বদলে যাচ্ছে ব্যাংকিং আইন

ব্যাংকিং সংশোধন আইন 2025-এর এবার মূল নিয়মগুলি 1 আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। আর এই সংশোধনী আইনের মূল লক্ষ্য হল ব্যাংকের পরিষেবাগুলিকে উন্নত করা, আর আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া। এখন থেকে বিভিন্ন সরকারি ব্যাংকগুলি দাবীহীন শেয়ার, সুদ বা বন্ডের পরিমাণ বিনিয়োগকারীদেরকে স্থানান্তর করার অনুমতি দেবে। পাশাপাশি মার্কেটের রেপো কার্যক্রমের জন্য ট্রেডিং-এর সময় এবার এক ঘন্টা বাড়ানো হচ্ছে। আর এই নতুন সময় কার্যকর হবে সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত।

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন

তেল বিপণন সংস্থাগুলি এবার বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে। হ্যাঁ, 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 33.50 টাকা কমানো হয়েছে (সিলিন্ডার প্রতি), যা আজ থেকেই কার্যকর হচ্ছে। আর এই নতুন দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 1631.50 টাকা। তবে গৃহস্থলীর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কোনোরকম পরিবর্তন হয়নি। 14.2 কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আগের মতই অপরিবর্তিত রয়েছে।

জিএসটি নিয়ম

ইউপিআই ব্যবহারকারীদের জন্য সবথেকে বড় সুখবর হল, 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের করলে কোনোরকম জিএসটি আরোপ করা হবে না। সম্প্রতি এমন কিছু খবর সামনে এসেছিল যে, 1 আগস্ট থেকে নাকি 2000 টাকার বেশি লেনদেন করলে জিএসটি নেওয়া হবে। তবে 22 জুলাই রাজ্যসভার অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এই বিষয়টিকে উপেক্ষা করে দিয়েছেন।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই কমল সোনার দাম, ২৩৫০ টাকা পতন রুপোর দরেও! আজকের রেট

কার্যকর হচ্ছে মার্কিন শুল্ক

আগামী 7 আগস্ট থেকে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত পণ্যের উপর 25 শতাংশ শুল্ক বসানো হবে। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই নির্দেশ দিয়েছেন। ট্রাম্প গতকাল রাতে এই আদেশ জারি করেছেন, যদিও এটি আজ থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। এর ফলে ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা বেশিরভাগ পণ্যই এবার ব্যয়বহুল হবে। মনে করা হচ্ছে, এতে ভারতীয় রপ্তানিকারীরা বিরাট ধাক্কা খেতে পারে।

Leave a Comment