সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস মূলত মহাদেব ভক্তদের জন্য এক আধ্যাত্মিক সময়। কারণ এই মাসে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করে, আবার কেউ কেউ তারকেশ্বর বা অন্য কোনও তীর্থস্থানে বাবার মাথায় জল ঢালতে যান। এমনকি শ্রাবণ মাসের সোমবারগুলিও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। কারণ বিশ্বাস করা হয়, শ্রাবণের সোমবারগুলি পালন করলে জীবন থেকে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যায় এবং সিদ্ধিলাভ হয়।
তবে কখনো কখনো এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, যা দেখে শিউরে ওঠে আমজনতা। হ্যাঁ, এবারও ঠিক এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে কপাল চাপড়াবেন আপনিও। এক কথায় হিন্দু হয়ে লজ্জা পাওয়ার মতো অবস্থা হবে! আসলে ভিডিওতে দেখা যাচ্ছে, এক কুলাঙ্গার ব্যক্তি স্বয়ং বাবা মহাদেবের গলায় জুতোর মালা পরাচ্ছে! মানে ভাবতে পারছেন?
ভাইরাল ভিডিও
সম্প্রতি প্রসেনজিৎ মন্ডল নামের এক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেছে। আর যেখানে দেখা যাচ্ছে, মহাদেবের একটি মূর্তি বসানো রয়েছে। আর সেই মূর্তির পাশে দাঁড়িয়ে এক কুলাঙ্গার বাবা মহাদেবের গলাতেই জুতোর মালা পরিয়ে দিচ্ছে। এমনকি সে ধূমপান করে সেই ধোঁয়া বাবা মহাদেবের দিকেই ছাড়ছে। মানে ভাবতে পারছেন, কতটা জঘন্য কাজ!
দেখা যাচ্ছে, ওই ব্যক্তির পরনে একটি গেঞ্জি, পরনে ধুতি এবং মাথায় একটি লাল কাপড় বাঁধা রয়েছে। পাশাপাশি গলায় রুদ্রাক্ষের মালাও দেখা যাচ্ছে। অভিযুক্ত কে এবং তাঁর ধর্ম কি, তা নিয়ে জানা যায়নি! তবুও তার এরকম আচরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ।
প্রসেনজিৎ মন্ডল নামের ওই ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘হিন্দু হয়ে এখনো আমরা হাত গুটিয়ে বসে আছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। এই কুলাঙ্গার ইউটিউব অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একটি করে এরকম ভিডিও পোস্ট করছে। কেউ এর প্রতিবাদ করার জন্য সামনেও আসতে পারছে না। এখন তো শ্রাবণ মাস পড়ে গিয়েছে। নিরামিষ খেতে হবে। বাবার মাথায় জল ঢালতে হবে। আবার কেউ কেউ গণ্ডি কেটে আদি যোগী যাচ্ছে, কেউ কেউ যাচ্ছে তারকেশ্বর। এখন এ সমস্ত ট্রেন্ডিং হয়ে উঠেছে। তবে এইসব নীচু মানসিকতার জঘন্য কাজ কারোর চোখে পড়ছে না। সেজন্যই আমি আপনাদের মধ্যে ভিডিওটি তুলে ধরেছি। আর আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থনা করে নিচ্ছি। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।’
আরও পড়ুনঃ ‘রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনও তথ্য নেই’, ট্রাম্পের দাবির মাঝে জানাল ভারত
এদিকে এই ভিডিও দেখে শিউরে উঠেছে নেট নাগরিক। কেউ কেউ কমেন্টে লিখেছে, এটা কোনো হিন্দু ছেলে হতে পারে না, তবে এরকম সেজে এসব কী করছে? হিন্দু ছেলে যদি হতো তাহলে এরকম করতে পারত না। আবার কেউ কেউ কমেন্টে নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছে। কেউ কেউ লিখছে, একে খুব দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ কোনোদিনই সনাতনি হতে পারে না…