ঘরে বসেই হবে আধারে নাম, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট! নয়া পরিষেবা আনার পথে UIDAI

Aadhaar Update

সৌভিক মুখার্জী, কলকাতা: আধার কার্ড এখন কোনো সাধারণ ডকুমেন্ট নয়, বরং ভারতের নাগরিকদের সবথেকে বড় অঙ্গীকার। আর সেজন্যই এবার দেশের 100 কোটির বেশি নাগরিকের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরো ডিজিটাল হতে চলেছে। সেই লক্ষ্য পূরণ করতে UIDAI ঘোষণা করেছে, 2025 সালের শেষের দিকে দেশজুড়ে সম্পূর্ণ নতুন কিউআর কোডভিত্তিক আধার সিস্টেম চালু করা হবে।

আর এই নতুন ব্যবস্থায় সাধারণ নাগরিকদের জন্য আধার যাচাই (Aadhaar Update) থেকে শুরু করে সংশোধনের প্রক্রিয়া আরো সহজ হয়ে উঠবে। অর্থাৎ, মোবাইল অ্যাপের মাধ্যমে এবার নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ সব তথ্য আপডেট করে নেওয়া যাবে। আর সেই সঙ্গে আলাদা করে কোনো ফটোকপি জমা দেওয়ার ঝামেলাও পোহাতে হবে না।

কীভাবে কাজ করবে এই ই-আধার অ্যাপ?

UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের 1 লক্ষ আধার যাচাইকরণ যন্ত্রের মাধ্যমে প্রায় 2000টি মেশিন কিউআর কোড স্ক্যান করার জন্য আপগ্রেড করা হয়েছে। আর খুব শীঘ্রই এই পরিষেবা আরও বড় করা হবে। কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই সংশ্লিষ্ট নাগরিকের ডিজিটাল পরিচয় সয়ংক্রিয় হয়ে যাচাই করা যাবে। কোনোরকম অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজের প্রয়োজন হবে না। 

আর এই নতুন ই-আধার অ্যাপে যুক্ত হচ্ছে একাধিক সব সুবিধা। এই অ্যাপ ব্যবহার করে নাগরিকরা নিজেদের আধারে থাকা নাম, ঠিকানা, জন্ম তারিখ সবকিছুই নিজের মোবাইল থেকে পরিবর্তন করে নিতে পারবে। জানা যাচ্ছে, চলতি বছরের নভেম্বর মাস থেকে শুধুমাত্র বায়োমেট্রিক তথ্য অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যানের জন্যই আধার কেন্দ্রে যেতে হবে। আর বাকি সব তথ্য ঘরে বসেই আপডেট করা যাবে।

তথ্য থাকবে সম্পূর্ণ সুরক্ষিত

UIDAI জানিয়েছে, সরকারি ডেটাবেসের সঙ্গে আধার যাচাইকরণ পদ্ধতি যুক্ত হওয়ার ফলে সাধারণ মানুষের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। হ্যাঁ, নাগরিকের জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কিংবা রেশন কার্ডের তথ্য থেকেও এবার ঠিকানা বা পরিচয়পত্র যাচাই করা যাবে।

আরও পড়ুনঃ ‘DA দিচ্ছে না, নারী সুরক্ষায় …’ অভিযোগ তুলে দুর্গা পুজোর অনুদান ফেরাল একাধিক ক্লাব

তবে UIDAI বর্তমানে CBSE সহ একাধিক শিক্ষা বোর্ডের সঙ্গে যৌথভাবে শিশুদের বায়োমেট্রিক আপডেট ক্যাম্প চালু করেছে। 5 থেকে 7 এবং 15 থেকে 17 বছর বয়সের বাচ্চাদের বায়োমেট্রিক তথ্য আপডেট করাও বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে শিশুদের আধার তথ্য আপডেট থাকবে এবং ভবিষ্যতে কোনো পরিষেবা গ্রহণে সমস্যা পোহাতে হবে না।

Leave a Comment