সেপ্টেম্বর থেকে আর ATM-এ মিলবে না ৫০০ টাকার নোট? তথ্য দিল সরকার

RBI

প্রীতি পোদ্দার, কলকাতা: আর চলবে না ৫০০ টাকার নোট! আগামী মাস থেকেই দ্বিতীয়বার বাতিল হতে চলেছে ৫০০ টাকার এই নোট! এমনই একটি বার্তা সমাজমাধ্যমে নিমেষেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে এক নতুন জল্পনা এবং সন্দেহ। আর সেই জল্পনায় যখন দেশবাসী জেরবার, তখন ৫০০ টাকার নোট বাতিলের প্রসঙ্গ নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার।

বাতিল হবে ৫০০ টাকার নোট?

বিগত বেশ কয়েকদিন ধরেই একটি মেসেজ বেশ ভাইরাল হয়েছে। যেখানে গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ৯০ শতাংশ ATM থেকে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ হয়ে যাবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ ATM থেকে ৫০০ টাকার নোট আর পাওয়া যাবে না বাজারে। এছাড়াও, ওই মেসেজে দেশবাসীকে সতর্কতার সঙ্গে জানানো হয়েছে যে খুব শীঘ্রই যেন গ্রাহকরা ৫০০ টাকার নোট ব্যবহার করা বন্ধ করে। এমনকি ওই বার্তায় এও বলা হয়েছে যে, ভবিষ্যতে ATM এর মাধ্যমে কেবল ১০০ ও ২০০ টাকার নোটই পাওয়া যাবে। কিন্তু এই বার্তা আদতে কতটা সত্যি তা জানার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট সমীক্ষা চালিয়েছিল। আর তাতেই উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য।

সত্যতা যাচাই PIB এর!

গতকাল অর্থাৎ রবিবার, প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এই ভাইরাল হওয়া বার্তাকে সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বার্তা বলে দাবি করেছেন। এক্স হ্যান্ডেলের পোস্টে এদিন PIB জানিয়েছে যে, “RBI কি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করতে ব্যাংকগুলিকে বলেছে? WhatsApp-এ একটি মিথ্যা বার্তা ছড়িয়ে পড়ছে, যেখানে এই দাবি করা হচ্ছে। PIBFactCheck এবং RBI এমন কোনও নির্দেশ জারি করেনি এবং ৫০০ টাকার নোট বৈধ থাকবে।” এছাড়াও পোস্টে আরও বলা হয়েছে যে, “এই ধরনের ভুল তথ্যে গ্রাহকরা যেন ফাঁদে পা না দেন। এবং এই তথ্য অন্য কাউকে শেয়ার করার আগে সর্বদা যেন সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়া হয়।

আরও পড়ুন: “বাংলা কোনও ভাষাই নয়..” বিস্ফোরক পোস্ট অমিত মালব্যের

উল্লেখ্য, গত মাসেও একই ধরনের একটি দাবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে ২০২৬ সালের মধ্যে একটি ধাপে ধাপে ৫০০ টাকার নোট ATM থেকে তুলে নেওয়ার পরিকল্পনা RBI-এর আছে। তখনও PIB ফ্যাক্ট চেক এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছিল যে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। সুতরাং, এই ধরনের গুজব বা ভুয়ো খবরে কান না দিয়ে RBI-এর অফিশিয়াল অ্যাকাউন্ট বা PIB-এর ফ্যাক্ট-চেকিং হ্যান্ডেলের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment