সৌভিক মুখার্জী, কলকাতা: 122 কোটি টাকার কেলেঙ্কারির পর বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল আরবিআই। এবার দুটি ব্যাঙ্ক সংযুক্তির অনুমোদন (Bank Merge) দিল রিজার্ভ ব্যাঙ্ক। সবুজ সংকেত পাওয়ার পর নিউ ইন্ডিয়া কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং সারস্বত কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড একীভূত হবে। উল্লেখ্য, গত 1 আগস্ট রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলিকে একীভূত হওয়ার অনুমোদন দিয়েছিল।
প্রসঙ্গত জানিয়ে রাখি, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে 122 কোটি টাকার একটি কেলেঙ্কারির বিষয় সম্প্রতি সামনে এসেছিল। পরে তদন্ত সংস্থাগুলির রাডারে তা ধরা পড়ে। এরপর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার পরেই ব্যাঙ্কের তালা বন্ধ করে দেওয়া হয় এবং সারস্বত কো-অপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে একীভূত করার পথে হাঁটল RBI।
কেন ব্যাঙ্কগুলোকে একীভূত করা হল?
জানিয়ে রাখি, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকেই গরমিল লেনদেনের জন্য আলোচনার শিরোনামে উঠে আসছিল। ওই ব্যাঙ্কের কর্মকর্তাদের বিরুদ্ধে 122 কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ আনা হয়েছিল। আর ব্যাঙ্কের অভ্যন্তরে চলমান আর্থিক অনিয়ম ও অ্যাকাউন্টে নিরাপত্তার কথা বিবেচনা করেই রিজার্ভ ব্যাঙ্ক 14 ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের তালা বন্ধ করে দিয়েছিল। এমনকি ব্যাঙ্কের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং টাকা তোলার সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর সেজন্যই আরবিআই এখন এই ব্যাঙ্কটিকে সারস্বত কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সঙ্গে একীভূত করার পথে হাঁটল।
আরও পড়ুনঃ একের বেশি ভোটার কার্ড থাকলেই বিপদ! হবে জেল সহ জরিমানা, জানুন কীভাবে বাঁচবেন
এদিকে বলে রাখি, নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের দেশ জুড়ে একচ্ছত্র আধিপত্য। 2025 সালের মার্চ মাস নাগাদ নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ প্রায় 1100 কোটি টাকা ছুঁয়েছিল। আর এই ব্যাঙ্কের বর্তমানে দেশে 27টির বেশি শাখা রয়েছে, যার বেশিরভাগই মুম্বাইতে অবস্থিত। তবে এই ব্যাঙ্কের চলমান আর্থিক অনিয়মের কারণেই এটিকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যাকাউন্টেধারীদের উপর কি প্রভাব পড়বে?
এবার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে যে, ব্যাঙ্ক একীভূত হওয়ার ফলে কি আমাদের জমানো টাকার উপর প্রভাব পড়বে? তবে এর সহজ উত্তর, না। কারণ সেভিংস অ্যাকাউন্ট, ঋণ, এফডিতে কোনোরকম প্রভাব পড়বে না বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই একীভূতকরণের পর অ্যাকাউন্টধারীরা আরও উন্নত মানের পরিষেবা ও শক্তিশালী ব্যাঙ্কিং নেটওয়ার্কের সুবিধা পাবে। তবে হ্যাঁ, কিছুদিন পর পাসবুক থেকে শুরু করে চেকবুক, আইএফএসসি কোড পরিবর্তন হতে পারে। এর জন্য ব্যাঙ্কের শাখার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখতে হবে।