মিলবে অতিরিক্ত ২০ কেজি ভর্তুকিযুক্ত চাল, রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা

Ration Package

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের জন্য বিরাট সুখবর। আসন্ন ওনাম উৎসব উপলক্ষে এবার কেরালা সরকার বিশেষ রেশন প্যাকেজের (Ration Package) ঘোষণা করল। হ্যাঁ, কেরালার খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী জি আর অনিল জানিয়েছেন, এ বছর ওনাম উৎসবকে কেন্দ্র করে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য সস্তায় চাল, লাল মরিচ আর নারকেল তেলের বরাদ্দ করা হচ্ছে।

মিলবে 20 কেজি চাল

মন্ত্রী বলেছেন, ওনাম উৎসব উপলক্ষে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে এবার 20 কেজি চাল দেওয়া হবে মাত্র 25 টাকা প্রতি কেজি দরে, যা বিতরণ করা হবে রেশন দোকানগুলোর মাধ্যমেই। আর এই চাল বর্তমানে বরাদ্দ 8 কেজির থেকে অনেকটাই বেশি। অর্থাৎ, উৎসবে রাজ্যবাসী যে আরও স্বস্তি পাবে, তা বলা যায়।

কোন কার্ডে কতটা চাল মিলবে?

The Hindu-এর প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, রেশন কার্ড অনুযায়ী এবার থাকছে আরও বিশেষ কিছু সুবিধা। হ্যাঁ, সাদা কার্ডধারীরা পাবে অতিরিক্ত 15 কেজি চাল, নীল কার্ডধারীরা পাবে অতিরিক্ত 10 কেজি চাল এবং লাল কার্ডধারীরা পাবে অতিরিক্ত 5 কেজি চাল। এছাড়া সকল কার্ডধারীদের জন্য 1 কেজি লাল শুকনো মরিচ মাত্র 115.50 টাকায় দেওয়া হবে।

এমনকি এও জানোনো হয়েছে যে, ওনাম উৎসব উপলক্ষে নারকেল তেল বিক্রি করা হবে মাত্র 349 টাকা প্রতি লিটার দরে। তবে মন্ত্রী আরো আশ্বস্ত করেছেন, এই দাম আরো কমানো হবে মাসের শেষে, যাতে আরো বেশি সংখ্যক সাধারণ মানুষ এই সুবিধা নিতে পারে।

আরও পড়ুনঃ নবান্ন অভিযানের আগে নির্যাতিতার বাবা-মাকে পুলিশি নোটিস! হাইকোর্টে ছুটল পরিবার

পাশাপাশি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী 25 আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় সাপ্লাই-কোর মোবাইল ইউনিট ঘুরে ঘুরে এই ভর্তুকি যুক্ত পণ্য সরবরাহ করা হবে। ফলে অনাম উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তিক মানুষজন যে বিরাট স্বস্তি পাবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment