কোটি কোটি গ্রাহকদের জন্য তিন-তিনটি বিরাট সুবিধা চালু করল RBI!

RBI Step

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাংকিং পরিষেবাকে আরও সহজলভ্য করার জন্য এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিরাট সিদ্ধান্ত (RBI Step) নিল। হ্যাঁ, বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে সঞ্জয় মালহোত্রা তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা ঘোষণা করেছেন, যা দেশের লক্ষ লক্ষ সাধারণ গ্রাহকের জন্য বিশেষ উপকারে আসবে।

গ্রামেই হবে রি-কেওয়াইসি

Economics Times-র রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর জনধন যোজনার দশক পূর্তি উপলক্ষে এবার বহু ব্যাংক অ্যাকাউন্টের রি-কেওয়াইসি করতে হবে। আর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতেই রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ রি-কেওয়াইসি ক্যাম্প আয়োজন করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলি।

আর এই ক্যাম্পগুলোতে রি-কেওয়াইসি ছাড়াও মিলবে মাইক্রো ইন্সুরেন্স সম্পর্কিত যাবতীয় তথ্য, পেনশন স্কিম সংক্রান্ত যাবতীয় পরিষেবা এবং অভিযোগ জানানো ও নিষ্পত্তির সুযোগ। রিজার্ভ ব্যাংক বলছে, এর ফলে আর্থিক পরিষেবাগুলি সহজেই মানুষের দরজায় পৌঁছে যাবে।

মৃত অ্যাকাউন্টধারীদের দাবিপত্র প্রক্রিয়া আরও সহজ

RBI জানিয়েছে, মৃত ব্যাংক অ্যাকাউন্টধারীদের আর্থিক দাবিপত্র প্রক্রিয়া এবার আরও সহজ করা হবে। হ্যাঁ, এর মধ্যে পড়ছে মৃত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাওয়ার পদ্ধতি এবং সেফ ডিপোজিট লকার বা কাস্টডিয়াল অ্যারেঞ্জমেন্ট থেকে সম্পদ পুনরুদ্ধারের সুবিধা। 

প্রসঙ্গত, এই প্রক্রিয়া এতদিন বহু মানুষের কাছে জটিল ও সময়সাপেক্ষ ছিল। তাই রিজার্ভ ব্যাংক এবার এই প্রক্রিয়াকে গ্রাহকবান্ধব করে তুলতে চাইছে। এর ফলে মৃত পরিবারের সদস্যদের জন্য আর্থিক দাবি প্রক্রিয়া যে আরো সহজ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ ভারত সফরে আসবেন পুতিন, হবে মোদীর সঙ্গে বৈঠক, সঙ্কেত অজিত দোভালের

রিটেল ডিরেক্ট প্ল্যাটফর্মে নতুন ফিচার

রিজার্ভ ব্যাংকের সবথেকে বড় ঘোষণা এবার রিটেল ডিরেক্ট প্ল্যাটফর্ম নিয়ে। হ্যাঁ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি চাকরি সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে। তবে এবার থেকে এই প্ল্যাটফর্মে নতুন কিছু টুলস ও ফিচার যুক্ত হবে, যার মাধ্যমে বিনিয়োগকারীরা খুব সহজেই ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে পারবে এবং বিভিন্ন বিকল্প মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা আরো কার্যকর হবে।

Leave a Comment