আরও বাড়বে বৃষ্টি, প্রবল দুর্যোগের আশঙ্কা ৫ জেলায়, আজকের আবহাওয়ার খবর

weather today

সহেলি মিত্র, কলকাতা: দোরগোড়ায় রয়েছে দুর্গাপুজো। এদিকে দুর্গাপুজোর আগে ব্যাপক দুর্যোগের মুখে রয়েছে পশ্চিমবঙ্গ। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার দাপটে প্রবল বজ্রপাতসহ বৃষ্টি চলছে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। বানভাসি পরিস্থিতি একাধিক জেলার। অন্যদিকে বিপদসীমার ওপর বইছে একের পর এক নদী। আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ। সকলের মুখে এখন একটাই প্রশ্ন, এই দুর্যোগ আর কতদিন? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত এই দুর্যোগ থাকবে বাংলাজুড়ে। আজ শুক্রবারও জেলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও  মৌসুমী অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য বেশি লক্ষ্য করা যাবে সমতল ভূমি অঞ্চলের তুলনায়। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,  বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। বৃষ্টিপাতের পাশাপাশি বিদ্যুৎ এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট চলবে শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। প্রতিটি জেলায় সর্তকতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া

শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

Leave a Comment